হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলকে সহায়তা করেছে গুগল ও মাইক্রোসফট

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার শুরু থেকে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের রক্ষার নাম করে অস্ত্র-অর্থ—সবই দিয়েছে মার্কিন প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের দুই টেক জায়ান্টের নাম এল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এই হামলায় ইসরায়েলকে সাহায্য করেছে মাইক্রোসফট ও গুগল।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, গুগল সরাসরি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহায়তা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু হওয়ার প্রথম কয়েক সপ্তাহ থেকেই গুগলের কর্মীরা ইসরায়েলি সামরিক বাহিনীকে তাঁদের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সুবিধা দিতে শুরু করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, গুগল এমন একসময়ে এই কাজটি করেছে, যখন গুগল নিজেকে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলো থেকে দূরে রাখার চেষ্টা করছিল। এর আগে, ইসরায়েল সরকারের সঙ্গে ক্লাউড কম্পিউটিং চুক্তি নিয়ে নিজ কর্মীদের প্রতিবাদের মুখোমুখি হয়েছিল গুগল।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২০২৪ সালে গুগল ৫০ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে। এই কর্মীদের দাবি ছিল, নিমবাস চুক্তির মাধ্যমে সরবরাহ করা প্রযুক্তি ফিলিস্তিনিদের ক্ষতি করার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী ব্যবহার করবে। এর আগে ২০২১ সালে, গুগল ও আমাজনের কর্মীরা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে নিমবাস প্রকল্প চুক্তির নিন্দা জানান।

এদিকে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথি থেকে জানা যাচ্ছে, গাজায় যখন হামলার মাত্রা বাড়ানো হয়, তখন মাইক্রোসফটের ক্লাউড ও এআই প্রযুক্তির ওপর নির্ভর করেছিল ইসরায়েলি বাহিনী।

খবরে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী যখন গাজায় হামলা শুরু করে তখন থেকে তারা মাইক্রোসফটের সঙ্গে সম্পর্ক আরও গভীর করে। এই হামলায় কারিগরি সুবিধা দেওয়ার জন্য মাইক্রোসফটের সঙ্গে ১ কোটি ডলার চুক্তিও করেছিল তারা।

গত ৭ অক্টোবর হামলা শুরুর পরপরই আইডিএফের কারিগরি সংকট দেখা দেয়। বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, তাদের কাছে যে পরিমাণ তথ্য ছিল, সেই সব তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণের জন্য মাইক্রোসফট, গুগল ও আরেক টেক জায়ান্ট আমাজনের ওপর নির্ভরশীলতা বাড়ে। আইডিএফের প্রশাসনিক কাজে সহযোগিতা ছাড়া সম্মুখ সমর ও গোয়েন্দা তৎপরতায় সাহায্য করেছে মাইক্রোসফট।

তবে এ নিয়ে মাইক্রোসফট, আইডিএফ কিংবা ইসরায়েলি বাহিনী—কেউই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন