হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

অবৈধ প্রবাসীদের ধরতে ব্যাপক আকারে ধরপাকড় শুরু করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে মাত্র এক সপ্তাহে ১১ হাজারের অধিক অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের ধরতে গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে আবাসন, শ্রম আইন, সীমান্ত বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ১১ হাজার ৪৬৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছেন তাঁরা। 

তাঁদের মধ্যে ৭ হাজার ১৯৯ জনকে অবৈধভাবে বসবাস ও আবাসন আইন লঙ্ঘন; ২ হাজার ৮৮২ জনকে সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন এবং ১ হাজার ৩৮৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সৌদি সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় আরও ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোন কোন দেশের তা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

বর্তমানে সৌদি আরবে ৪৩ হাজারের বেশি অবৈধ প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাঁদের মধ্যে ৩৬ হাজার পুরুষ এবং ৭ হাজার ৩৬৮ জন নারী। এ ছাড়া ৩৮ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে তাঁদের প্রয়োজনীয় ভ্রমণ নথির জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে রেফার করা হয়েছে। 

এর আগে গত ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চালানো অভিযানে সৌদি আরবে ১৫ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্য ১০ হাজার জনকে তাৎক্ষণিক নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। 

অবৈধ প্রবাসীদের ঠেকাতে সম্প্রতি একের পর এক কঠোর পদক্ষেপ গ্রহণ করছে সৌদি কর্তৃপক্ষ। এমনকি কাউকে অবৈধভাবে সৌদি আরবে অনুপ্রবেশে সহায়তা, যাতায়াত আশ্রয় বা অন্য যেকোনো উপায়ে সহযোগিতা করলে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ রিয়াল জরিমানা করার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল, একদিনে নিহত ১০

যুদ্ধবিরতির মুহূর্তে গাজায় হতভাগ্য একটি পরিবারের গল্প

পশ্চিম তীরের ইসরায়েলি সেটলারদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

যুদ্ধবিরতির পর দুই দিনে গাজায় ঢুকল দেড় হাজার ত্রাণবাহী ট্রাক

ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় আগ্রহের কথা জানালেন হামাস নেতা

মহানবীকে অবমাননার দায়ে ইরানে পপ গায়কের মৃত্যুদণ্ড

ভাইয়ের স্বপ্নপূরণে ডাক্তার হতে চায় ১০ বছরের আমর

লবণাক্ত পানি বিশুদ্ধকরণে শীর্ষে সৌদি আরব, বছরে পরিশোধন ৪২ লাখ ঘনমিটার

গাজা থেকে মুক্তি পেলেন যে ৩ ইসরায়েলি জিম্মি

ইসরায়েলি কারাগারের অন্ধকার ছেড়ে পরিবারের কাছে রাজনীতিবিদসহ ৯০ ফিলিস্তিনি

সেকশন