হোম > জীবনধারা > রূপবটিকা

নেইলপলিশ দ্রুত শুকানোর চার উপায়

ফিচার ডেস্ক

হাত বা পায়ের আঙুলে নেইলপলিশ দেওয়া ফ্যাশনের দারুণ এক অনুষঙ্গ। কিন্তু মেনিকিউর বা পেডিকিউর করার পর নেইলপলিশ দেওয়ার পর বসে থাকা বিরক্তিকর। সময়সাপেক্ষ এ কাজের মধ্যে কোনো কারণে এটি নষ্ট হয়ে গেলে তা মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়।
এ জন্য দেখে নিতে পারেন চারটি টিপস।

পাতলা স্তর দিন
নখে নেইলপলিশের পুরু স্তর দেওয়া যাবে না। কোট যত পাতলা হবে, এটি তত দ্রুত শুকিয়ে যাবে। কোট দেওয়ার সময় ওভারল্যাপ এড়িয়ে চলতে হবে। বেশি পাতলা নেইলপলিশ হলে এক কোট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পরের কোট দিতে হবে।

পানি ব্যবহার না করা
পলিশ সেট করতে ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যদিও এর ব্যবহার একটি জনপ্রিয় মিথ। ঠান্ডা পানি পলিশের ওপরের স্তর শক্ত করে তোলে। তবে নিচের স্তরগুলো নরম থেকে যায়। তাই নখ সম্পূর্ণ শুকায় না। এর কারণে নখে দাগ পড়তে পারে।

হেয়ার ড্রায়ার ব্যবহার
ঠান্ডা সেটিংয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে নেইলপলিশ দ্রুত শুকিয়ে নেওয়া সম্ভব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাতাস যেন এত বেশি না হয়, যার ফলে নেইলপলিশ নষ্ট হয়ে যায়।

কুইক ড্রাই ড্রপ
নেইলপলিশ দ্রুত শুকাতে কুইক ড্রাই ড্রপ বা স্প্রে ব্যবহার করা যেতে পারে। অনেক পারলারে এটি দ্রুত শুকানোর জন্য স্প্রে ব্যবহার করা হয়।

রুক্ষ ত্বকের যত্নে যা করবেন

আলিয়া ভাটের ৯ ধাপের ন্যাচারাল লুক

প্রাকৃতিক উপাদানে চীনা নারীদের রূপ-রহস্য

জেন জি তারকার রূপ রহস্য

চুলের যত্ন হোক টমেটো দিয়ে

ত্বকের যত্নে কফি

সংবেদনশীল ত্বকের শীতকালীন রুটিন

ঘরেই বানিয়ে নিতে পারেন খুশকিনাশক তেল

শীতে চুলের যত্নে

অ্যাকটিভ অ্যাকনে থাকলে সানস্ক্রিন এড়িয়ে চলা ভালো

সেকশন