কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর) এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে এ স্মারক স্বাক্ষরিত হয়।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিসিআরের আজাদ ভবনে আজ সোমবার সন্ধ্যায় কাউন্সিলের মহাপরিচালক দিনেশ কে পট্টনায়েক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক পিসি যোশি সমঝোতায় সই করেন। এ সময়ে ভারতে বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইমরানসহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা সই অনুষ্ঠানে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ভার্চ্যুয়ালি যোগ দেন। আর ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা এ উপলক্ষে বার্তা দেন।
চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়।