হোম > জাতীয়

বিআরটিসি বাসে শিক্ষার্থীদের ভাড়া কমবে, বেসরকারির সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি বাসে শিক্ষার্থীদের ভাড়া কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ভাড়া কমানোর বিষয়ে মালিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাবনা দিতে বলা হয়েছে। তবে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের ভাড়া কমানো হবে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেবেন।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কার্যালয়ে হাফ ভাড়া নিয়ে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

এ সময় শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সরকার আন্তরিক। সেই কারণে আমরা আজ বৈঠক করেছি। তাই এখন শিক্ষার্থীদের উচিত অবরোধ না করার। বেসরকারি পরিবহন শিক্ষার্থীদের জন্য কতটা ছাড় দিতে পারে তার জন্য পরিবহন মালিকেরা নিজেরা বসবেন। তারপর তারা তাদের একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাবে। তখন আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি ঘোষণা দেব। 

পরিবহন মালিকদের বিষয়ে সচিব আরও জানান, পরিবহন মালিকদের বাসে শিক্ষার্থীদের ভাড়া কম নিতে আপত্তি নেই। তবে তারা ভর্তুকি দেওয়ার কথা বলেছেন। কারণ হিসেবে তারা বলছেন প্রতিনিয়ত লোকসান হচ্ছে তাদের। সে ক্ষেত্রে সরকারের তরফ থেকে তাদের বোঝানো হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে হাফ ভাড়ার বিষয়টি ভেবে দেখতে বলা হয়েছে। 

ভাড়া বাড়ানোর পরেও সড়কে পরিবহনের যে দাপট সে বিষয়ে সরকারের কোনো ভূমিকা নিচ্ছে কিনা জানতে চাইলে সচিব নজরুল ইসলাম বলেন, সড়কে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বাসে অতিরিক্ত ভাড়া নিলেই জরিমানা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে মালিক-শ্রমিকদের কোন ধরনের ছাড় দেওয়া হয়নি।  

রাজনীতিতে ঢুকতে চাই না, প্রধান উপদেষ্টার টাইমফ্রেমে কাজ করছি: সিইসি

রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

সেকশন