হোম > জাতীয়

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম ও গোয়েন্দা মতিঝিল শাখার উপকমিশনার আসাদুজ্জামান। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভায় ২০২১ সালের জন্য ১২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় করোনা আক্রান্ত হয়ে জীবনদানকারী পুলিশ সদস্যদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ এবং তাঁদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও আইজিপি বেনজীর আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি মোহা. শফিকুল ইসলাম।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যার সমাধানে অ্যাসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি পোশাককে ভালোবেসে গর্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ডিএমপির বিভিন্ন ইউনিটের প্রধান ও অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের সব ইউনিট প্রধানেরা ভার্চ্যুয়ালি অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম। ২০২০ বর্ষের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আনিছুর রহমান।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এপিবিএনের অতিরিক্ত আইজি মো. মোশাররফ হোসেন।

আ. লীগ আমলের আড়াই হাজার গায়েবি মামলা ৭ দিনের মধ্যে প্রত্যাহার: আইন উপদেষ্টা

দেশ পরিচালনায় জুলাই গণহত্যাকারীদের আর চায় না জনগণ: বদিউল আলম

কর্মী ভিসায় সৌদি আরব যেতে লাগবে না মেনিনজাইটিসের টিকা

নতুন ভোটার যাচাই: জনপ্রতিনিধির দায়িত্ব পাচ্ছেন শিক্ষকেরা

নথিতে কাজ সমাপ্ত, প্রতিবেদন জমা না দেওয়ায় শোকজ

মেনিনজাইটিসের টিকা নিতে হবে সৌদি যেতে

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

অস্ত্র মামলায় সাজা থেকে গিয়াস আল মামুনকে খালাস দিলেন হাইকোর্ট

ছয় বছরের শিশু ও গর্ভবতী নারীও গুমের শিকার হয়: কমিশনের প্রতিবেদন

সেকশন