নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম ও গোয়েন্দা মতিঝিল শাখার উপকমিশনার আসাদুজ্জামান। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অ্যাসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভায় ২০২১ সালের জন্য ১২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় করোনা আক্রান্ত হয়ে জীবনদানকারী পুলিশ সদস্যদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ এবং তাঁদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও আইজিপি বেনজীর আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি মোহা. শফিকুল ইসলাম।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যার সমাধানে অ্যাসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি পোশাককে ভালোবেসে গর্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ডিএমপির বিভিন্ন ইউনিটের প্রধান ও অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের সব ইউনিট প্রধানেরা ভার্চ্যুয়ালি অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম। ২০২০ বর্ষের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আনিছুর রহমান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এপিবিএনের অতিরিক্ত আইজি মো. মোশাররফ হোসেন।