নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষ হলো ৩৪ বছরের চাকরি জীবন। পুলিশের সর্বোচ্চ পদ থেকে বিদায় নিলেন বেনজীর আহমেদ। এ নিয়ে আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের বিদায়ী আইজিপি বেনজীর আহমেদ। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
শেষ সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তার নেতৃত্বে পুলিশ ও র্যাবের কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেন বেনজীর।
এ সময় নানা প্রশ্নের মধ্যে কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল নিহতের বিষয়টি উত্থাপন করেন সাংবাদিকেরা।
আপনি যখন র্যাবে ছিলেন তখন কক্সবাজারে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, কাউন্সিলর একরামুলের ঘটনা, সেটা কি আপনাকে অনুতপ্ত করে? এমন প্রশ্নে বেনজীর আহমেদ বলেন, ‘এটা কিন্তু একটা লিগ্যাল (আইনি) বিষয়। লিগ্যাল বিষয়টা যদি অন্যায্য বা অনৈতিক এ ধরনের কিছু চিহ্নিত না হওয়া পর্যন্ত আমার ব্যক্তিগত অনুভূতি প্রকাশের কোনো সুযোগ নেই। এটা আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে (সামর্থ্য) ঘটেনি। এটা ঘটেছে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে।’
বিদায়ী আইজিপি বলেন, ‘আমার ফিল্ড লেভেলের (মাঠ পর্যায়ের) লোকজন দায়িত্ব পালন করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। ঘটনা ঘটার পরে যে ভদ্রলোক নিহত হয়েছেন তাঁর সঙ্গে কিন্তু ব্যক্তিগত বিরোধ নেই। এটা কিন্তু ব্যক্তিগত বিষয় না। এটা আমরা অনেকে চিহ্নিত করার চেষ্টা করি—এটা ব্যক্তিগত বিষয়। যারা দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, যাদের সঙ্গে ঘটনা ঘটেছে, অনেকের সঙ্গে তাঁদের পরিচয়ও নেই, চেনেও না। ফলে ব্যক্তিগত বিষয় হিসেবে নেওয়ার অ্যাপ্রোচটা বোধ হয় রাইট অ্যাপ্রোচ না। আমাদের যারা দায়িত্ব পালন করেন, তাঁরা সরকারি দায়িত্ব পালন করেন। আমাদের দেখা দায়িত্ব যে, আমাদের কোনো সহকর্মী ম্যানডেটের বাইরে গেছেন কি না। ম্যানডেটকে ওভারস্টেপ করেছেন কি না। যদি ওভারস্টেপ করে থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এটা হলো বিষয়।’
এ প্রসঙ্গে আইজিপি আরও বলেন, ‘আমার কাছে তথ্য আছে, একাধিক তদন্ত হয়েছে। ম্যাজিস্টারিয়াল ইনকোয়ারি (বিচারিক তদন্ত) হয়েছে। আমি যখন চলে আসি তখন ইন্টারনাল ইনকোয়ারির (অভ্যন্তরীণ তদন্ত) আদেশ দিয়ে এসেছি। তদন্ত হয়নি এটা বলা ঠিক হবে না।’
১৯৮৮ সালে সপ্তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা বেনজীর আহমেদ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। ২০২০ সালের এপ্রিলে তিনি বাংলাদেশ পুলিশের ৩০ তম মহাপরিদর্শক (আইজি) হিসেবে নিয়োগ পান। এর আগে ২০১৫ সাল থেকে র্যাবের মহাপরিচালক (ডিজি) এবং ২০১০ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ছিলেন।
আগামীকাল শুক্রবার পুলিশ সদর দপ্তরে নতুন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বেনজীর আহমেদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিদায়ী মহাপরিচালক (ডিজি) ও নবনিযুক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসানসহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা।