হোম > জাতীয়

সাবেক মন্ত্রী উবায়দুল মুক্তাদির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উবায়দুল মোক্তাদির চৌধুরীর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। ছাত্রজীবন শেষে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। ১৯৮৬ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হন। ১৯৯৬–২০০১ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন। পরে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।

২০১১ সালে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরপর টানা দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে এমপি হন। শেখ হাসিনার সরকারের সর্বশেষ মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পান উবায়দুল মোক্তাদির।

উবায়দুল মোক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর স্ত্রী ফাহিমা খাতুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। ফাহিমা খাতুন ভাই কামরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও ঢাকা–২ আসনের এমপি ছিলেন।

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সস্তায় বিক্রি হচ্ছে শৈশব

হজযাত্রীদের সঙ্গে চুক্তি করছে না এজেন্সিগুলো

বেশি দামে কেনা নেপালের বিদ্যুতেও ভারতনির্ভরতা

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সেকশন