হোম > বিজ্ঞান

পৃথিবীর আকাশে দেখা দিল ‘বাক মুন’

জুলাইয়ে পৃথিবীর আকাশে সুপারমুন তিন দিন পর্যন্ত পূর্ণাঙ্গ আকারে দেখা যাচ্ছে বলে জানিয়েছে নাসা। গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ স্বাভাবিকের চেয়ে উজ্জ্বল এবং বড় ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরাই হয়ত আকাশের দিকে তাকিয়েছেন একটু বেশি।

জুলাইয়ের এই পূর্ণচন্দ্র ‘বাক মুন’ নামেও বেশ পরিচিত। চাঁদ পৃথিবীর চারপাশে তার কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকলে এ নামে ডাকা হয়। এ সময় পৃথিবীর মহাকর্ষীয় টানের কারণে চাঁদের কক্ষপথ একটি নিখুঁত বৃত্তের পরিবর্তে দীর্ঘায়িত বৃত্ত বা ডিম্বাকৃতির মতো উপবৃত্তাকার হয়। 

এই কারণে চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকলে কক্ষপথ ঘুরে আসতে লাগে মাত্র ২৭ দশমিক ৩২ দিন। অন্য সময় চাঁদ দূরে থাকলে সময় একটু বেশি লাগে। পূর্ণিমার সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দুতে থাকলেই সুপারমুন ঘটে। 

রয়্যাল অবজারভেটরি অনুসারে, জুলাই মাসের পূর্ণিমাকে নেটিভ আমেরিকান নাম ‘বাক মুন’ দেওয়া হয়েছে। কারণ পুরুষ হরিণের শিংগুলো জুলাই মাসে সবচেয়ে বেশি বাড়ে। পুরোনো শিংগুলো ফেলে নতুন শিং গজায়। 

ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক অনুসারে, স্থানীয় সময় গতকাল সোমবার ১২টা ৩৯ মিনিটে চাঁদ আলোকসজ্জার শীর্ষে পৌঁছায়। 

বহু শতাব্দী ধরে জ্যোতির্বিদ্যার তথ্য সরবরাহকারী ‘দ্য অ্যালমানাক’ বলেছিল, এ বছর পূর্ণিমার চাঁদের চেয়ে ‘বাক মুন’ পৃথিবীর কাছাকাছি দিয়ে প্রদক্ষিণ করবে। এই বছরের আগস্টের পূর্ণিমা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি একমাত্র সুপারমুন হবে।

কক্ষপথে স্যাটেলাইট সংঘর্ষের ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের ‘ক্র্যাশ ক্লক’ সতর্কতা

ইতালির পার্কে মিলল ২১ কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

জোট বেঁধে শিকার ধরতে ছুটছে কিলার হোয়েল ও ডলফিন, বিস্মিত বিজ্ঞানীরা

ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান

পূর্বের ধারণারও সাড়ে ৩ লাখ বছর আগে মানুষের আগুন জ্বালানোর প্রমাণ মিলল

২০০ শিশুর জন্মের পর জানা গেল দাতার শুক্রাণুতে ছিল ক্যানসারের জিন

মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি

কৈশোর থামে বত্রিশে, বার্ধক্যের শুরু ছেষট্টির পর—চিহ্নিত হলো মস্তিষ্কের ৫ পর্যায়

ভূমিকম্পের পর্যায়ক্রম: ফোরশক, মেইনশক ও আফটারশক কী

প্রাণীদের প্রথম চুম্বন ২ কোটি ১০ লাখ বছর পুরোনো