হোম > বিজ্ঞান

পৃথিবীর আকাশে দেখা দিল ‘বাক মুন’

অনলাইন ডেস্ক

জুলাইয়ে পৃথিবীর আকাশে সুপারমুন তিন দিন পর্যন্ত পূর্ণাঙ্গ আকারে দেখা যাচ্ছে বলে জানিয়েছে নাসা। গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ স্বাভাবিকের চেয়ে উজ্জ্বল এবং বড় ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরাই হয়ত আকাশের দিকে তাকিয়েছেন একটু বেশি।

জুলাইয়ের এই পূর্ণচন্দ্র ‘বাক মুন’ নামেও বেশ পরিচিত। চাঁদ পৃথিবীর চারপাশে তার কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকলে এ নামে ডাকা হয়। এ সময় পৃথিবীর মহাকর্ষীয় টানের কারণে চাঁদের কক্ষপথ একটি নিখুঁত বৃত্তের পরিবর্তে দীর্ঘায়িত বৃত্ত বা ডিম্বাকৃতির মতো উপবৃত্তাকার হয়। 

এই কারণে চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকলে কক্ষপথ ঘুরে আসতে লাগে মাত্র ২৭ দশমিক ৩২ দিন। অন্য সময় চাঁদ দূরে থাকলে সময় একটু বেশি লাগে। পূর্ণিমার সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দুতে থাকলেই সুপারমুন ঘটে। 

রয়্যাল অবজারভেটরি অনুসারে, জুলাই মাসের পূর্ণিমাকে নেটিভ আমেরিকান নাম ‘বাক মুন’ দেওয়া হয়েছে। কারণ পুরুষ হরিণের শিংগুলো জুলাই মাসে সবচেয়ে বেশি বাড়ে। পুরোনো শিংগুলো ফেলে নতুন শিং গজায়। 

ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক অনুসারে, স্থানীয় সময় গতকাল সোমবার ১২টা ৩৯ মিনিটে চাঁদ আলোকসজ্জার শীর্ষে পৌঁছায়। 

বহু শতাব্দী ধরে জ্যোতির্বিদ্যার তথ্য সরবরাহকারী ‘দ্য অ্যালমানাক’ বলেছিল, এ বছর পূর্ণিমার চাঁদের চেয়ে ‘বাক মুন’ পৃথিবীর কাছাকাছি দিয়ে প্রদক্ষিণ করবে। এই বছরের আগস্টের পূর্ণিমা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি একমাত্র সুপারমুন হবে।

প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তির স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

কক্ষপথে পৌঁছাল ‘নিউ গ্লেন’ রকেট

মৃত্যুর পর আবারও বেঁচে ওঠার সুযোগ ২ কোটি ৪০ লাখ টাকায়

পৃথিবীর দিকে ছুটে আসছে ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরের ব্ল্যাক হোল থেকে শক্তিশালী বিকিরণ

অবশেষে কক্ষপথে পৌঁছাল বেজোসের ‘নিউ গ্লেন’ রকেট

চাঁদে ভ্যাকুয়াম ক্লিনার কেন পাঠাচ্ছে নাসা

‘নিউ গ্লেন’ রকেট উৎক্ষেপণ স্থগিত করল জেফ বেজোসের ব্লু অরিজিন

গাঁজা সেবনে সিজোফ্রেনিয়া ও পাগল হওয়ার ঝুঁকি বাড়ে: গবেষণা

উৎক্ষেপণের জন্য প্রস্তুত বেজোসের ‘নিউ গ্লেন’ রকেট, যে কাজে ব্যবহৃত হবে

শীতকালে মুখ থেকে ধোঁয়া বের হয় যে কারণে

সেকশন