হোম > খেলা > ক্রিকেট

সমালোচনার মুখে পিছু হটল বিসিবি, গঠনতন্ত্র সংশোধন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিরোধিতার মুখে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত করেছে বিসিবি। ফাইল ছবি

সমালোচনার মুখে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটি কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়ায় সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সিলরশিপ কমিয়ে আনা এবং পরিচালনা পরিষদের সদস্যসংখ্যা ব্যাপকভাবে হ্রাসের যে প্রস্তাব করা হয়েছিল, সেটি ঘিরে অচলাবস্থা তৈরি হয় ঢাকার ক্লাব ক্রিকেটে। এই জটিলতা নিরসনে আজ বোর্ড সভায় স্থগিত করা হয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটির কাজ।

বিসিবির পরিচালক মাহবুব উল আনাম রাতে সংবাদমাধ্যমকে বলেন, ‘গঠনতন্ত্র সংশোধন করতে একটি কমিটি করা হয়েছিল। সেটা স্থগিত করা হয়েছে। পরে এই কমিটি পরিবর্তন ও পরিবর্ধন করা হবে। এদের কাজের পরিধি ঠিক করে বাকি কার্যক্রম পরিচালিত হবে। গঠনতন্ত্রে কীভাবে পরিবর্তন আনবেন, সেটি অংশীজনদের সম্পৃক্ত করে হবে।’

কেন কমিটির কাজ স্থগিত করা হয়েছে, সেটির ব্যাখ্যায় মাহবুব বলেছেন, ‘ওনারা কোনো পরিবর্তন বোর্ড সভাপতি বা বোর্ডের কারও কাছে কিছু জমা দেননি। এনএসসির (জাতীয় ক্রীড়া পরিষদ) কাছেও জমা দেননি। বিসিবি মনে করেছে, প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হওয়া দরকার। গঠনতন্ত্র এমন একটা বিষয়, এটা গোপনীয় কিছু না। প্রথমেই আমরা মনে করেছি এই কার্যক্রম স্থগিত করা দরকার। এই কমিটি পরিবর্তন ও পরিবর্ধন করা দরকার। সকল অংশীজনদের সম্পৃক্ততাও দরকার। অংশীজন শুধু ঢাকার ক্লাবই নয়, ঢাকার বাইরে বিভাগ ও অন্যান্য সংস্থা আছে। সবার অংশ নিতেই এ পরিবর্তন, পরিবর্ধন দরকার।’

তাহলে স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট শুরু হচ্ছে শিগগির? এ প্রশ্নে মাহবুব পরিষ্কার কিছু না বললেও শুরু হওয়ার ইঙ্গিতই দিয়েছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে খেলাটা মাঠে গড়ানোর দরকার।’

বিসিবি পরিচালক সংখ্যা সর্বমোট ২৫ জন। এর মধ্যে ১২ জনই আসেন ঢাকার ক্লাব ক্রিকেট থেকে। এই সংখ্যা কমিয়ে ৪ জনে আনার প্রস্তাব দেওয়া হয়েছে, এমন কথা ছড়িয়ে পড়ে। এরপরই প্রতিবাদ শুরু করেন ক্লাবগুলোর কর্মকর্তারা। এর জেরে গত ২০ জানুয়ারি ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগও শুরু হয়নি। এমন অচলাবস্থা দূর করতেই কমিটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মাহবুব আনাম।

তামিমদের জয়ে জমে উঠল রংপুর-বরিশালের আরেক লড়াই

বাংলাদেশ সিরিজ জয়ের নায়ক আফগান ক্রিকেটারই আইসিসির বর্ষসেরা

ঘুরে দাঁড়াল বিধ্বস্ত ব্রাজিল, আর্জেন্টিনার কী অবস্থা

চ্যাম্পিয়নস ট্রফিতে তাহলে ‘দুইবার’ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত

আবারও বিপিএলে আসতে পারেন ওয়ার্নার

মুলতানে কুপোকাত পাকিস্তান, বিপিএলে কী হবে

নিজেদের পাতা ফাঁদে এভাবে ধরা খেল পাকিস্তান

বিপিএলের পারিশ্রমিক-বিতর্ক নিয়ে ‘নিউজ’ করতে মানা করছেন আশরাফুল

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাসকিনকেই পছন্দ আশরাফুলের

সেই বিতর্কিত মালিককেই কাঁধে তুলে নাচলেন তাসকিনরা

সেকশন