হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশে আসার আগে সিলেটি ভাষায় যা বললেন হামজা

ক্রীড়া ডেস্ক    

ব্রিটিশ বাংলাদেশি ইউটিউব চ্যানেল ‘হাওয়া টিভি’কে হামজার সাক্ষাৎকার। ছবি: সংগৃহীত

সব ঠিক থাকলে মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে লাল-সবুজ জার্সিতে অভিষেক হওয়ার কথা হামজা চৌধুরীর। তবে বাফুফে থেকে এখনো এই নিয়ে অফিশিয়ালি জানানো হয়নি কিছু। তার আগে অবশ্য বাংলাদেশি সমর্থকদের স্বস্তির খবর দিয়েছেন হামজা নিজেই। জানিয়েছেন বাংলাদেশে আসছেন মার্চে।

শুক্রবার লন্ডনে বাংলাদেশি কমিউনিটি হামজাকে অভিনন্দন জানাতে একটি মহাভোজের আয়োজন করে। বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ায় তাকে কেন্দ্র করেই হয় এই অনুষ্ঠান। সেখানেই হামজা সিলেটি ভাষায় তার রোমাঞ্চের কথা জানান।

ব্রিটিশ বাংলাদেশি ইউটিউব চ্যানেল ‘হাওয়া টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে হামজা সিলেটি ভাষায় বলেছেন, ‘জি জি জি, মার্চ ইনশা আল্লাহ ফার্স্ট গেম, আমি গিয়া সব স্কোয়াডরে মিট করমু, মার্চো, অ্যান্ড ইনশা আল্লাহ সাকসেসফুল হইমু আমরা সব...।’

আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন হামজা, ‘আন্তর্জাতিক ফুটবল খেলা অনেক বড় বিষয়। আমার সৌভাগ্য যে, বাংলাদেশ আমাকে সে সুযোগটা করে দিচ্ছে। ইনশা আল্লাহ, আমি বাংলাদেশে সফল হবো।’ লেস্টার সিটির পাশাপাশি বাংলাদেশের হয়ে খেলবেন ২৭ বছর বয়সী ফুটবলার, ’লেস্টার সিটির পাশাপাশি আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের হয়ে খেলব।’

তামিমদের জয়ে জমে উঠল রংপুর-বরিশালের আরেক লড়াই

বাংলাদেশ সিরিজ জয়ের নায়ক আফগান ক্রিকেটারই আইসিসির বর্ষসেরা

ঘুরে দাঁড়াল বিধ্বস্ত ব্রাজিল, আর্জেন্টিনার কী অবস্থা

চ্যাম্পিয়নস ট্রফিতে তাহলে ‘দুইবার’ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত

আবারও বিপিএলে আসতে পারেন ওয়ার্নার

মুলতানে কুপোকাত পাকিস্তান, বিপিএলে কী হবে

নিজেদের পাতা ফাঁদে এভাবে ধরা খেল পাকিস্তান

বিপিএলের পারিশ্রমিক-বিতর্ক নিয়ে ‘নিউজ’ করতে মানা করছেন আশরাফুল

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাসকিনকেই পছন্দ আশরাফুলের

সেই বিতর্কিত মালিককেই কাঁধে তুলে নাচলেন তাসকিনরা

সেকশন