হোম > খেলা > ফুটবল

আবাহনীকে জিততে দেয়নি ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পয়েন্ট টেবিলের দুইয়ে আছে ঢাকা আবাহনী। ছবি: বাফুফে

জিতলে একে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ব্যবধান কমাতে পারত ঢাকা আবাহনী। কিন্তু আজ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করায় তেমন কিছু আর হলো না। অবশ্য টেবিলের দুইয়ে থেকেই প্রথম লেগ শেষ করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

শীর্ষে থাকা মোহামেডানের অর্জন ৯ ম্যাচে ২৪ পয়েন্ট। আর আবাহনীর বর্তমান পয়েন্ট ৯ ম্যাচে ২০। আপাতত এক আর দুইয়ের মাঝে চার পয়েন্টের তফাৎ। এ দিকে আবাহনীকে আটকে এক পয়েন্ট বাড়িয়ে নিয়েছে ব্রাদার্সও। পাঁচে থাকা দলটির পাশে এখন ৯ ম্যাচে ১৫ পয়েন্ট। সমান পয়েন্ট থাকার পরও গোল ব্যবধানের কারণে চারে আছে রহমতগঞ্জ। আর ১৭ পয়েন্ট নিয়ে তিনে থেকে লেগ শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

একইদিন আরেক ম্যাচে অবশ্য গোল দেখেছেন দর্শকেরা। কিংস অ্যারেনায় এ দিন চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ম্যাচের ৩৪ মিনিটে ফর্টিসের হয়ে একমাত্র গোলটি করেন গাম্বিয়ান ডিফেন্ডার ঈসা। এই জয়ে সাত থেকে ছয়ে উঠে গেল ফর্টিস। তাদের অর্জন ৯ ম্যাচে ১১ পয়েন্ট। আর সাতে নামল পুলিশ এফসি। প্রথম লেগে যারা ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট জমা করেছে।

প্রথম লেগ শেষে শীর্ষ গোলদাতার আসনটা নিজের দখলে রেখেছেন রহমতগঞ্জে খেলা ঘানার সেন্টার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং। লিগে ৯ ম্যাচ খেলে ১১ গোলের সঙ্গে চার অ্যাসিস্ট করেছেন তিনি। এরপর আরেক বিদেশি সেনে। চলমান মৌসুমে ব্রাদার্সের হয়ে খেলা সেনেগালের এই মিডফিল্ডার করেছেন ৭ গোল। তার সমান গোল করেছেন পুলিশ এফসির আল আমিনও।

বিসিবি দাবি মানায় অচলাবস্থা কেটেছে ঢাকার ক্রিকেটের

তামিমদের জয়ে জমে উঠল রংপুর-বরিশালের আরেক লড়াই

বাংলাদেশ সিরিজ জয়ের নায়ক আফগান ক্রিকেটারই আইসিসির বর্ষসেরা

ঘুরে দাঁড়াল বিধ্বস্ত ব্রাজিল, আর্জেন্টিনার কী অবস্থা

চ্যাম্পিয়নস ট্রফিতে তাহলে ‘দুইবার’ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত

আবারও বিপিএলে আসতে পারেন ওয়ার্নার

মুলতানে কুপোকাত পাকিস্তান, বিপিএলে কী হবে

নিজেদের পাতা ফাঁদে এভাবে ধরা খেল পাকিস্তান

বিপিএলের পারিশ্রমিক-বিতর্ক নিয়ে ‘নিউজ’ করতে মানা করছেন আশরাফুল

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তাসকিনকেই পছন্দ আশরাফুলের

সেকশন