হোম > খেলা > ক্রিকেট

স্টাম্পে লাথি মেরে ক্ষমা চাইলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আম্পায়ারের সঙ্গে তর্ক, লাথি মেরে স্টাম্প ভাঙা, প্রতিপক্ষ কোচ খালেদ মাহমুদ সুজনের দিকে বাগ্‌যুদ্ধ, গ্যালারির দিকে অশোভন অঙ্গভঙ্গি—আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর বিপক্ষে একের পর এক বিতর্কিত ঘটনায় আবারও আলোচনায় সাকিব আল হাসান। ক্ষমা চাইতেও অবশ্য বেশি সময় নেননি তিনি। ম্যাচ শেষেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও আয়োজকদের কাছে ক্ষমা চেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

প্রথমবার আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। খানিক পরে বৃষ্টিবাধায় আম্পায়ার খেলা বন্ধ করলে রেগেমেগে মোহামেডান অধিনায়ক উপড়ে ফেলেন স্টাম্প। তর্কে জড়িয়ে পড়েন আবাহনী কোচ খালেদ মাহমুদের সঙ্গেও। ম্যাচের পর সাকিব অবশ্য ক্ষমা চেয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, মেজাজ হারিয়ে ম্যাচের আনন্দ নষ্ট করে দেওয়ায় আমি দুঃখিত। বিশেষ করে যারা বাসায় বসে খেলা দেখছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের এভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি।’

সাকিব আরও লিখেছেন, ‘কখনো কখনো কিছু কিছু মতবিরোধে দুর্ভাগ্যজনকভাবে ঘটে যায়। আমি আমার দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট অফিশিয়াল ও আয়োজক কমিটির কাছে এই মানবীয় ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করছি, ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ এবং সবাইকে ভালোবাসা।’

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন