হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজকে রাখল না দিল্লি

ক্রীড়া ডেস্ক

সময় বেশ খারাপই যাচ্ছে মোস্তাফিজুর রহমানের। বল হাতে নিজের সেরা ফর্মে নেই বাংলাদেশি পেসার। এবারের বিশ্বকাপে ছিলেন নিজের ছায়া হয়ে। ৮ ম্যাচে ৭৯.৬০ গড়ে রান দিয়ে নিয়েছেন মাত্র ৫ উইকেট। ফর্ম হারিয়ে ফেলা মোস্তাফিজকে আর দলে রাখছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসও (ডিসি)। 

২০২৪ আইপিএলের নিলাম হবে আগামী ১৯ ডিসেম্বর, দুবাইয়ে। তার আগে আজ ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের খেলোয়াড় ধরে রাখার তালিকা ঘোষণা শুরু করেছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, দিল্লি আর ধরে রাখছে না মোস্তাফিজকে। 

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু ফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালস ঘুরে গত বছর দুই কোটি রুপিতে যোগ দেন দিল্লিতে। গত সংস্করণেও তাঁকে ধরে রাখে এই ফ্র্যাঞ্চাইজি। তবে ২৮ বছর বয়সী তারকার বেশির ভাগ সময় কেটেছে বেঞ্চে বসে। খেলেছেন মাত্র ২ ম্যাচ, নিয়েছেন ১ উইকেট। 

গত আইপিএলে মোস্তাফিজ ছাড়াও দল পেয়েছিলেন বাংলাদেশের অন্য দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনকেই কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু সাকিবের দলে যোগ দেওয়া না হলেও লিটন সুযোগ পান মাত্র একটি ম্যাচে খেলার। তাদের দুজনকে কেকেআর ধরে রাখছে কিনা, সেটি এখনো জানা যায়নি। 

ক্রিকবাজ আজ আরও জানিয়েছে মোস্তাফিজ ছাড়াও দিল্লি ছেড়ে দিয়েছে পৃথ্বী শকে। রিলে রুশো, ফিল সল্ট, সরফরাজ খান, আমান খান, রভম্যান পাওয়েলও আছেন সেই তালিকায়।

বিপিএলে ২০০ স্ট্রাইকরেটের রহস্য তাহলে এই

বিশ্বকাপের টিকিট অনেক কঠিন হয়ে গেল বাংলাদেশের

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

সেকশন