হোম > খেলা > ক্রিকেট

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এনামুল হক বিজয়ের সেঞ্চুরি বৃথা গেছে খুলনার বিপক্ষে। ফাইল ছবি

শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে যথেষ্ট না হলেও প্রতিপক্ষের বাহাবা ঠিকই পেয়েছেন তিনি।

রাজশাহীকে ২১০ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। বিশাল লক্ষ্যটা টপকে যেতে বিজয় শুরু থেকেই দুর্বার গতিতে এগোচ্ছিলেন। রায়ান বার্লকে নিয়ে গড়া চতুর্থ উইকেটে ৩৭ বলে ৭৩ রানের জুটি গড়ে দলকে জয়ের আশাই দেখাচ্ছিলেন বিজয়। শেষ ওভারে রাজশাহীর দরকার ছিল ১৭ রান। ডেথ ওভারের বিশেষজ্ঞ হয়ে ওঠা খুলনার হাসান মাহমুদের বলে রাজশাহী তুলতে পারে ৯ রান। শেষ বলে যখন ৯ রান দরকার ছিল, ম্যাচটা হাত থেকে ফসকে যাওয়ার হতাশা নিয়েই বিজয় আর কোনো বাউন্ডারির চেষ্টা না করে সেঞ্চুরি পূর্ণ করে ফিরলেন বটে, কিন্তু মুখে তখন তাঁর পরাজয়ের হতাশা।

টস জিতে আগে ব্যাটিং করে আফিফ হোসেন ও উইলিয়াম বোসিস্টোর ৭১ বলে ১১৩ রানের জুটির সৌজন্যে গড়ে ৪ উইকেটে ২০৯ রানের বড় স্কোর পায় খুলনা। যে স্কোর পরে অনেক চেষ্টা করেও আর পেরোতে পারেননি বিজয়রা। ২৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হাসান মাহমুদ।

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

বুমরা, শামি, পান্ডিয়াকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির ভারত

সেকশন