হোম > খেলা > ক্রিকেট

‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ নিয়মের কারণে ক্ষতি দেখছেন না ডি ভিলিয়ার্স

ক্রীড়া ডেস্ক

এবারের আইপিএলে রানের বন্যা বয়ে যাচ্ছে। এতটাই যে, সর্বশেষ ১২ ম্যাচে কোনো কোনো দল এক ইনিংস ২০০ বা তার বেশি স্কোর করেছে। আর সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে ২১টি দলীয় স্কোর ২০০ পেরিয়ে গেছে।

আইপিএলে এত বেশি রান হওয়ার কারণ হিসেবে অনেকেই ‘ইমপ্যাক্ট খেলোয়াড়ের’ প্রভাব দেখছেন। ব্যাট-বলের এই খেলায় ব্যাটিংয়ের সময় একজন ব্যাটার বেশি থাকায় শুরু থেকেই হাত খুলে খেলার সাহস পাচ্ছেন ব্যাটাররা। দলের স্কোর যেমন বাড়ছে তেমনি নতুন এই নিয়মের কারণে নেতিবাচক প্রভাবও পড়ছে অলরাউন্ডারদের ওপরে। ইমপ্যাক্ট নিয়মের কারণে জেনুইন অলরাউন্ডাররা এখন বোলিং করার সুযোগ পাচ্ছে না। বোলিংয়ের সময় একজন ব্যাটারকে বসিয়ে জেনুইন বোলারকে নামানো হচ্ছে। 

এই নিয়ম নিয়ে তাই অনেকে সমালোচনা করছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই নিয়মের একদম ঘোর বিরোধী। অলরাউন্ডারদের মূল্য কমিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে ১১ জনের খেলায় ১২ জনের অংশগ্রহণও যে ঠিক নয়, সেটিও জানিয়েছেন তিনি। 

রোহিত ইমপ্যাক্ট নিয়মের ঘোর বিরোধী হলেও ভিন্ন কিছু জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত দক্ষিণ আফ্রিকার ব্যাটারের মতে, ইমপ্যাক্ট নিয়মে খুব বেশি ক্ষতি দেখছেন না তিনি। 

নিজের ইউটিউব চ্যানেলে আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলা ডি ভিলিয়ার্স বলেছেন, ‘এই মুহূর্তে খেলাটা ব্যাটারদের। তারা ভোজনের মতো ব্যাটিং করছে। আইপিএলের উইকেট কতটা ভালো হয়েছে সেটা কোনো সহায়তা করছে না। যখন এটি (ইমপ্যাক্ট খেলোয়াড়) চালু হয়েছিল তখন আমি রোমাঞ্চিত ছিলাম। আমার বলাটা একটু তাড়াতাড়ি হলেও ব্যক্তিগতভাবে মনে করি না খুব বেশি ক্ষতি করছে।’ 

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় ২৮৭ রানের স্কোরটিও এবারই হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়া সানরাইজার্স হায়দরাবাদ সর্বোচ্চ ৫টি দুইশোর্ধ্ব ইনিংস খেলেছে। দলটির ব্যাটাররা যেভাবে ব্যাট করছেন তাতে মনে হচ্ছে ৩০০ রানের স্কোরটাও যেন খুব শিগগিরই তারা করে ফেলবেন।

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন