হোম > খেলা > ক্রিকেট

অলক কাপালির অলরাউন্ড নৈপুণ্যে প্রাইম ব্যাংকের বড় জয়

নিজস্ব প্রতিবেদক, সাভার থেকে

এনামুল হক বিজয় ও অলক কাপালির ব্যাটে চড়ে লড়াইয়ের পুঁজি গড়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সেটাকে বড় জয়ে রূপান্তর করেন বোলাররা। স্পিনার মেহেদী হাসানের ও অলরাউন্ডার কাপালির দুর্দান্ত দিনে সিটি ক্লাবকে ৪৯ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। 

আজ মঙ্গলবার সাভারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তোলে প্রাইম ব্যাংক। জবাবে ২১৫ রান তুলতেই ইনিংস গুটিয়ে যায় সিটি ক্লাবের। বড় জয়ে লিগ শুরু করল প্রাইম ব্যাংক। 

উদ্বোধনী জুটিতে ব্যাট করতে আসেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার এনামুল হক বিজয় ও শাহাদাত হোসেন দিপু। তাঁদের ২৩ রানের জুটি ভেঙে সিটি ক্লাবকে প্রথম সূচনা এনে দেন আব্দুল হালিম। এরপর ভারতীয় ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন এনামুল। ৩৮ বলে ৩০ রান করে ফেরেন অভিমন্যু। 

তৃতীয় উইকেটের জুটিতে নাসির হোসনকে নিয়ে দলের সংগ্রহ এগিয়ে নেন এনামুল। শুরু থেকেই ব্যাটে ভালোই রান পাচ্ছিলেন তিনি। লম্বা ইনিংসের আভাসও দেন এই ওপেনার। তবে ৮২ বলে ৬০ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রো এনে দেন মইনুল ইসলাম। থিতু হয়েও বেশি দূর ইনিংস এগিয়ে নিতে পারেননি নাসির হোসেন (৩২)। 

শেষের দিকে শামসুর রহমান শুভ ও অলক কাপালির ৭১ রানের জুটিতে চড়ে ২০০ পেরোয় প্রাইম ব্যাংক। ৫১ বলে ৪৫ করে ফেরেন শুভ। তবে অন্য প্রান্তে থাকা কাপালির ৪০ বলে ৪০ রানে ভর করে ২৬৫ রান তোলে প্রাইম ব্যাংক। 

প্রাইম ব্যাংকের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ হয়েছিল সিটি ক্লাবের। উদ্বোধনী জুটিতে ৪২ রানের সংগ্রহ পায় তারা। ২৫ বলে ২৯ রান করে ফেরেন ওপেনার তৌফিক খান। ৬২ রানে ফেরেন আরেক ওপেনার শাহরিয়ার কমল (২৩)। পরের দুই ব্যাটার মইনুল ইসলাম ও আশিক উল আলম থিতু হওয়ার আগেই ফিরে যান সাজঘরে। 

৮৮ রান তুলতেই চার ব্যাটারকে হারায় সিটি ক্লাব। ছয়ে এসে একপ্রান্ত আগলে রাখেন জাওয়াদ রনি। অন্যপ্রান্তে তাকে সঙ্গে দেন রাজিবুল ইসলাম। যদিও এ জুটিও খুব একটা স্থায়ী হয়নি। শেষের দিকে রনিকে কেউই সঙ্গ দিতে পারেনি। একে একে সব কটি উইকেট হারালে ২১৫ রানে গুটিয়ে যায় ইনিংস। ৪৭ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন রনি।

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন