হোম > খেলা > ক্রিকেট

ফিরেই নায়ক সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা: জয় দিয়েই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু করেছে মোহামেডান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের ছায়া হয়ে থাকা সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ৩ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে এই অলরাউন্ডারের হাতে। দুই বছর পর ডিপিএল ফেরাটা তাঁর রঙিনই হলো।

এ মৌসুমে সাকিবের কাঁধেই অধিনায়কের দায়িত্বও তুলে দিয়েছে মোহামেডান। টুর্নামেন্ট শুরুর আগে দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ভালো কিছুর আশা দিয়েছিলেন অধিনায়ক সাকিব। প্রথম ম্যাচে যেন সেটারই ছাপ তাঁর পারফরম্যান্সে। শ্রীলঙ্কার বিপক্ষে ভুলে যাওয়ার মতো সিরিজ কাটানোর পর এদিন ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে তানভীর ইসলামের বলে আউট হওয়ার আগে ২২ বলে খেলেছেন ২৯ রানের ইনিংস। দুই চার আর এক ছক্কার ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১৩১.৮১। সাকিবের আউটের পর দ্রুত তিন উইকেট হারালেও শেষ পর্যন্ত এক বল হাতে রেখে শাইনপুকুরের ১২৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় মোহামেডান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি শাইনপুকুরের কোনো ব্যাটসম্যান। তানজিদ হাসান তামিম করেছেন সর্বোচ্চ ৩০ রান। ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব।

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন