নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছুটছে আবাহনী লিমিটেডের জয়রথ। আজ দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুশফিকুর রহিমের দল। দলের জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। ডিপিএলে এবারের মৌসুমে আবাহনীর এটা টানা তৃতীয় জয়।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বৃষ্টিতে এদিন খেলা শুরু হতে দেরি হয়। পরে ম্যাচ ১১ ওভারে নামিয়ে আনা হয়। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১০১ রান করে ব্রাদার্স। জবাবে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট ও ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী।
১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবলীল আবাহনী। মুনিম শাহরিয়ার ১২ বলে ২৫ রান করে আউট হন। দলের রান তখন ৩৮। জয়ের জন্য বাকি কাজটুকু সহজ করে দেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিক ও নাঈম শেখ। তাদের মারকুটে ব্যাটিংয়ে ৯.৪ ওভারে ১০২ রান তোলে আবাহনী। ৬৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন মুশফিক ও নাঈম। মুশফিক ২১ বলে ৩৭ ও নাঈম ২৬ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১১ ওভারে ৫ উইকেটে ১০২ রানের সংগ্রহ পায় ব্রাদার্স। শেষ দিকে আলাউদ্দিন বাবুর ১০ বলে ২৪ ও জাহিদুজ্জামানের ১০ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় ব্রাদার্স। আবাহনীর তানজিম হাসান সাকিব ৩টি ও আরাফাত সানি নেন ২ উইকেট নেন।