স্পোর্টস ডেস্ক
করোনায় আক্রান্ত আর মৃত্যুতে প্রতিদিন নতুন রেকর্ড ছাড়াচ্ছে ভারত। তবুও বসে থাকার ফুসরত নেই আইপিএল দলগুলোর। ১০ তারিখ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে জোর প্রস্তুতি চালাচ্ছে দলগুলো। থেমে নেই সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সও। নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি সারছে তারা। প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচে টিম গোল্ডের কাছে ১০ উইকেটে হেরেছে সাকিবের দল টিম পারপেল। ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন সাকিবও।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছুটি নিয়ে আইপিএল খেলতে এই মুর্হুতে ভারতে আছেন সাকিব। সেখানে গিয়ে সামলাতে হয়েছে কোয়ারেন্টিনের বাধা। সেই ধকল সামলাতে যে হিমশিম খেয়েছেন, কয়দিন আগেই এক সাক্ষাৎকারে বলেছেন সাকিব। তবে আস্তে আস্তে সেই ধকল কাটিয়ে উঠছেন। রুমবন্দি অবস্থা থেকে বেরিয়ে টিমমেটদের সাথে মিশছেন। এরমধ্যে খেলে ফেলেছেন দুটি প্রস্তুতি ম্যাচও।
নিজেদের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অবশ্য ব্যাটে-বলে সুবিধা করতে পারেননি সাকিব। প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের দল টিম পারপেল করতে পারে ৮৮ রান। ভেঙ্কটিশ আয়ারের বলে আউট হওয়ার আগে তাতে সাকিবের অবদান মাত্র ৭ রান। তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পোঁছে যায় টিম গোল্ড। বিপক্ষের কোনো উইকেট না হারানো মানে, বোলিংয়েও হতাশ করেছেন সাকিব! আঁটোসাঁটো বোলিংয়ে প্রথম ওভারে দেন মাত্র ৬ রান। দ্বিতীয় ওভারে খেই হারিয়ে ফেলেন। দুই ছক্কায় ১৩ রান দেওয়া বলছে, প্রস্তুতিটা ঠিক মনমতো হয়নি সাকিবের!