ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটিতে নাম লিখিয়েই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কামরান আকমল। এবার পিসিবির নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ালেন কামরান আকমল।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্থানীয় এক সংবাদ চ্যানেলে ধারাভাষ্যকারের কাজ করবেন আকমল। স্বার্থের দ্বন্দ্ব এড়াতেই পিসিবির নির্বাচক কমিটি থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন আকমল। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘সিনিয়র ও জুনিয়রদের নির্বাচক প্যানেলে দায়িত্ব পাওয়া অনেক সম্মানের ছিল আমার কাছে। তবে অষ্টম পিএসএলে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আমি চুক্তিবদ্ধ। স্বার্থের দ্বন্দ্বের ব্যাপারটিও আমি সম্মান করি। তাই নির্বাচকের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না। পিসিবিকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। পিসিবি আমার সিদ্ধান্ত মেনে নিয়েছে।’
২০১৬ থেকে ২০২২ পর্যন্ত পিএসএল খেলেছেন কামরান। সব মৌসুমেই তিনি খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। ৭৫ ম্যাচে ২৭.৩৮ গড় ও ১৩৬.৯৪ স্ট্রাইকরেটে করেছেন ১৯৭২ রান। ৩ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১২ ফিফটি। পিএসএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক এই উইকেটরক্ষক ব্যাটার। পিএসএলে সর্বোচ্চ ২৪১৩ রান করেছেন বাবর আজম।