হোম > খেলা > ক্রিকেট

সহজ জয়ে ডিপিএল শুরু আবাহনীর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সহজ জয়ে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু করল আবাহনী লিমিটেড। প্রথম রাউন্ডের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে বৃষ্টি আইনে সাত উইকেটে হারিয়েছে বর্তমান ডিপিএল চ্যাম্পিয়নরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১২০ রান তোলে পারটেক্স। ইনিংস বিরতিতে বৃষ্টির কারণে খেলা অনেকক্ষণ বন্ধ থাকলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। ১০ ওভারে আবাহনীর লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৭০ রান। ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট আর চার বল হাতে রেখে জয় তুলে নেয় মুশফিকুর রহিমের দল। 

আবাহনী ইনিংসের শুরুতেই হারায় নাজমুল হোসেন শান্তর (২) উইকেট। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম বিদায় নেন ১৯ রান করে। ব্যর্থ হন আফিফ হোসেনও (২)। দলের রান তখন ৩ উইকেটে ৪৭। 

চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মুশফিক ২৬ বলে ৩৮ ও মোসাদ্দেক ৬ রানে অপরাজিত থাকেন। পারটেক্স ইমরান আলী, শাহবাজ ছোটন ও নাহিদুজ্জামান নেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে আবাহনীর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি পার্টেক্সের ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৫ উইকেটে ১২০ রান করে পারটেক্স। দলের পক্ষে অধিনায়ক তাসামুল হক অপরাজিত ৫৪ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। আবাহনীর মেহেদী হাসান রানা ও তাইজুল ইসলাম ২টি এবং শহিদুল ইসলাম ১ উইকেট নেন। সাভারে দিনের অন্য ম্যাচ দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে । 

বিকেএসপিতে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান করে। মাহমুদুল হাসান জয় দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ বলে ৭৮ রান করেন। ইনিংস বিরতিতে বৃষ্টি নামায় দ্বিতীয় ইনিংসের খেলা মাঠে না গড়ালে পরিত্যক্ত ঘোষণা করা হয়।  

বিকেএসপির আরেক মাঠে ব্রাদার্স ইউনিয়ন ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্নাবের ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বৃষ্টি শুরুর আগে ব্যাটিংয়ে নেমে ১৮.৪ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করে ব্রাদার্স ইউনিয়ন। পরে বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সেঞ্চুরি­ করেও হারের যন্ত্রণা বিজয়ের

সাকিবের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঘরের মাঠে এবার তামিমদের কাছে হারল চিটাগং

এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

নিষিদ্ধ, বাদ, গ্রেপ্তারি পরোয়ানা: ঝামেলার শেষ নেই সাকিবের

বিশ্বকাপের টিকিট ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ

দুঃসময়ে লিটনের পাশে রংপুরও

‘সিলেটের সেমিফাইনালে ওঠা অসম্ভব নয়’

নতুন ঝামেলায় বিসিবি, স্থগিত প্রথম বিভাগ ক্রিকেট

ঢাকা ক্যাপিটালের বার্তা স্পর্শ করেছে লিটনকে

সেকশন