ক্রীড়া ডেস্ক
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গিয়ে হয়তো বাংলাদেশের মেয়েদের প্রথম সাফ জয়ের সাক্ষী হওয়া সম্ভব নয়। চাইলে দেশ থেকেই ফোনের মাধ্যমে চোখ রেখে সাবিনা খাতুনদের সমর্থন দিতে পারেন যেকোনো বাংলাদেশি সমর্থক।
এবারের নারী সাফে বাংলাদেশের ম্যাচগুলো টেলিভিশনের পর্দায় দেখানোর চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একাধিক দেন দরবারের পরও শেষ পর্যন্ত কোনো টেলিভিশন পর্দায় দেখানো যাচ্ছে না মেয়েদের ম্যাচ। সাবিনাদের খেলা দেখতে হলে দর্শকদের স্ট্রিমিং করতে হবে অনলাইনে।
বাংলাদেশ সময় বিকেল ৫.১৫ মিনিটে শুরু হবে সাফের ফাইনাল। খেলাটি সরাসরি দেখাবে অনলাইন স্পোর্টস elevensports.com।
চাইলে সরাসরি এই লিংকে ক্লিক করে খেলা দেখতে পারেন দর্শকেরা। এছাড়া টি স্পোর্টসেও দেখতে পারবেন।