হোম > খেলা > ফুটবল

রিয়ালের সামনে চেলসি, বায়ার্নের প্রতিপক্ষ সিটি

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন লিগ জিততে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে ম্যানচেস্টার সিটিকে। কেননা আজ সুইজারল্যান্ডের নিওনে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ড্রয়ে কঠিন প্রতিপক্ষকে পেয়েছে পেপ গার্দিওলার দল। 

কোয়ার্টার ফাইনালে লিগের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখকে পেয়েছে ম্যানসিটি। সব দলের শক্তি ও দুর্বলতা মিলিয়ে বলা যায় শেষ আটের সবচেয়ে বড় লড়াইটা হবে এই দুই দলের মধ্যে। জার্মান বাধা পেরোনোর পরেই সেমিফাইনালে আরও বড় বাধা টপকাতে হতে পারে সিটিজেনদের। 

সেমিতে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ কিংবা চেলসিকে হতে পারে ম্যানসিটি। টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন মাদ্রিদ কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে চেলসিকে পেয়েছে। 

অন্যদিকে কোয়ার্টারের বাকি চার দলের মধ্যে তিনটি হচ্ছে ইতালির। আর অন্যটি হচ্ছে পর্তুগিজ ক্লাব। ইতালির তিন ক্লাবের মধ্যে শেষ আটে প্রথমবার সুযোগ পাওয়া নাপোলির প্রতিপক্ষ স্বদেশি ক্লাব এসি মিলান। আর ইন্টার মিলানের প্রতিপক্ষ বেনফিকা। 

এতে করে ফাইনালের আগেই তিন দলের সেমিফাইনালে দেখা হচ্ছে। ইন্টার ও এসি নিজ নিজ প্রতিপক্ষকে হারাতে পারলে সেমিতে মিলান ডার্বিও হতে পারে। কোয়ার্টারের প্রথম লেগ হবে ১১ ও ১২ এপ্রিল। আর ফিরতি লেগ হবে ১৮ ও ১৯ এপ্রিল। 

চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগ হবে ৯ ও ১০ মে এবং ফিরতি লেগ ১৬ ও ১৭ মে। আর ১০ জুন তুরস্কের ইস্তানবুলে শ্রেষ্ঠত্বের ফাইনাল হবে। 

শেষ আটে কে কার মুখোমুখি

রিয়াল মাদ্রিদ-চেলসি

বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার সিটি

বেনফিকা-ইন্টার মিলান

এসি মিলান-নাপোলি

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন