ক্রীড়া ডেস্ক
অবিশ্বাস্যভাবে ফিরে আসার গল্প লিখল বাংলাদেশ। ম্যাচের ৭৪ মিনিটে জামাল ভূঁইয়ার সেট পিচ থেকে গোল করে বাংলাদেশকে ১ পয়েন্ট এনে দিয়েছেন ইয়াসিন আরাফাত। ইয়াসিনের একমাত্র গোলেই ১০ জনের বাংলাদেশ ঠেকিয়ে দিয়েছে ভারতকে। এই গোলেই সাফে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
সাফ শুরুর আগে থেকেই কোচ অস্কার ব্রুজোন বারবার বলেছেন আত্মবিশ্বাসে সাফের সেরা দল বাংলাদেশ। ভারতের বিপক্ষে আজ সেটিই প্রমাণ করার মঞ্চ ছিল। কঠিন সেই পরীক্ষায় ইয়াসিনের একমাত্র গোলে উতরে গেছে বাংলাদেশ। সুযোগ সন্ধানী ইয়াসিন ম্যাচের শুরু থেকেই রক্ষণভাগে বেশ পরিশ্রম করেই খেলছিলেন। তবে কাজের কাজ করেন দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে। জামাল ভূঁইয়ার সেট পিচে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা সাইফ স্পোর্টিং ক্লাবের কৌশলী এই ডিফেন্ডার দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন।
এর আগে প্রথমার্ধে সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে গোল শোধে উন্মুখ বাংলাদেশ ২ পরিবর্তন নিয়ে মাঠে নামে। পিছিয়ে পড়ার বাংলাদেশের বিপদ বাড়ে ম্যাচের ৫৩ মিনিটে। ডি-বক্সের বাইরে লিস্টন কোলাকোকে ফাউল করায় লাল কার্ড দেখেন বিশ্বনাথ ঘোষ। ম্যাচের তখন বাকি আরও ৪০ মিনিট। নিজেদের রক্ষণ সামলানোর পাশাপাশি ৭৪ মিনিটে বাংলাদেশকে ম্যাচে ফেরান ইয়াসিন। এই গোলেই শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।