হোম > খেলা > ফুটবল

‘আর্লিং হালান্ড অমানুষ’

ক্রীড়া ডেস্ক

আর্লিং হালান্ডের কাছে গোল করা যেন একরকম নেশা। গতকাল রাতে ইতিহাদে লাইপজিগকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন হালান্ড। গোলবন্যায় ভাসানো হালান্ডকে নেটিজেনরা বলছেন ‘অমানুষ।’

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গতকাল লাইপজিগকে ৭-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। যেখানে হালান্ড একাই করেছেন ৫ গোল। ৫ গোলের একটি করেছেন পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেছেন প্রথমার্ধে।

গোলের বন্যা বইয়ে দেওয়ার পর সামাজিকমাধ্যমে প্রশংসায় ভাসছেন হালান্ড। সেভেন্টিন নামের এক আইডি থেকে টুইট করা হয়েছে, ‘আর্লিং হালান্ডের এখন পাঁচটা হয়েছে। সে অমানুষ।’ এএফসি আয়াক্স নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘আর্লিং হালান্ড তার পঞ্চম গোল করেছে। ৫ গোল। ইতিহাস নতুন করে লেখা হয়েছে।’

 ৫ গোল করে গতকাল রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করেছেন হালান্ড। এক ম্যাচেই বহু রেকর্ড ভেঙেছেন এবং কিছু প্রথমবারের মতো করেছেন তিনি। তৃতীয় খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে ৫ গোল করেছেন সিটি স্ট্রাইকার। প্রথম ফুটবলার হিসেবে ২০১২ সালের মার্চে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন বার্সেলোনার হয়ে লিওনেল মেসি। আর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শাখতার দোনেৎস্কের হয়ে ২০১৪ সালের অক্টোবরে মেসির পাশে বসেছিলেন লুইজ আদ্রিয়ানো। চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩০ গোলের রেকর্ড গড়েছেন হালান্ড। ২২ বছর ২৩৬ দিন বয়সে এই রেকর্ড গড়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।

গোল করতে যে পছন্দ করেন, তা হালান্ড নিজে জানিয়েছেন। বিটি স্পোর্টকে নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘আমার শক্তির জায়গা হচ্ছে গোল করা। অনেক গোল যে হয়েছে, তা আমি মনে করি না। আমি গোল করার চেষ্টা করছিলাম।’

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন