হোম > খেলা > ফুটবল

রেফারির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ বসুন্ধরা কোচের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ম্যাচে কী হয়েছে, সে বিষয়ে একটি কথাও বললেন না অস্কার ব্রুজোন। যা বলার বললেন এক মিনিটে। এই এক মিনিটেই ভিয়েতনামের রেফারি এনগো দুই লানের বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছেন বসুন্ধরা কিংস কোচ।

ওডিশা এফসির বিপক্ষে এএফসি কাপের শেষ ম্যাচে এক পয়েন্ট হলেই প্রথমবারের মতো আঞ্চলিক সেমিফাইনালে খেলত বসুন্ধরা কিংস। বাংলাদেশ চ্যাম্পিয়নদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে রেফারি দুই লানের প্রশ্নবিদ্ধ এক লাল কার্ড। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আসরোর গফুরোভকে লাল কার্ড দেখিয়ে বসুন্ধরাকে ১০ জনের দল বানান রেফারি। ওডিশার কাছে ১-০ গোলে হেরে আবারও গ্রুপ পর্ব থেকে বিদায় বাংলাদেশের দলটির।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রেফারির এমন বিমাতাসুলভ আচরণ নতুন কিছু নয় বসুন্ধরার জন্য। ২০২১ সালেও মোহনবাগানের বিপক্ষে সুশান্ত ত্রিপুরাকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। এগিয়ে থাকা ম্যাচ ড্র করে ছিটকে গিয়েছিল বসুন্ধরা। এবারও তেমন কিছু হতে যাচ্ছে, সেই শঙ্কা ম্যাচের আগেই করেছিলেন ব্রুজোন।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অল্প কথায় এএফসির কাছে রেফারিং নিয়ে তদন্ত করার অনুরোধ জানান ব্রুজোন, ‘ফুটবলের স্বার্থে এএফসির উচিত বাংলাদেশের দলের সঙ্গে রেফারি কেন এমন করছে সেটার তদন্ত করা। আগের ম্যাচে আমরা নিজের মাঠে খেলেছি, ম্যাচের পর আমরা রেফারিং নিয়ে অভিযোগ করেছিলাম। আমি আবারও বলছি, ফুটবলের স্বার্থে এএফসি যেন এর তদন্ত করে।’ 

ওডিশা ম্যাচে রেফারি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে মনে করেন ব্রুজোন, ‘হতে পারে রেফারি দুই কারণে এই সিদ্ধান্ত দিয়েছে। প্র‍থম কারণ, হতে পারে এখানে আর্থিক কিছু বিষয় জড়িত। দ্বিতীয়ত, কেউ তাকে সরাসরি নির্দেশ দিয়েছে। ম্যাচ নিয়ে এটাই আমার বিশ্লেষণ।’

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন