হোম > খেলা > ফুটবল

মেসিকে ছুঁলেন ছেত্রী

ক্রীড়া ডেস্ক

সুনীল ছেত্রী এবারের সাফ শুরু করেছিলেন ৭৬ গোল নিয়ে। বাংলাদেশের বিপক্ষে এক গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৭৭ আন্তর্জাতিক গোলের রেকর্ড ছুঁয়েছিলেন ভারত অধিনায়ক। সাফের ফাইনালে গতকাল নেপালের বিপক্ষে গোল করে ছেত্রী এবার ছুঁয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। 

ফাইনালসহ এবারের সাফে মোট ৫ গোল করেছেন ছেত্রী। গ্রুপ পর্বে বাংলাদেশ ও নেপালের বিপক্ষে ১টি, মালদ্বীপের বিপক্ষে করেছেন জোড়া গোল। কাল ফাইনালে প্রিতম কোটালের পাস থেকে ৪৯ মিনিটে করা ছেত্রীর গোলটি ছিল আন্তর্জাতিক ফুটবলে তাঁর ৮০তম গোল! 

আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যায় সবার ওপরে আছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ১৮২ ম্যাচে সিআরসেভেন গোল করেছেন ১১৫টি। ৮০ গোল নিয়ে এখনো অবসর নেননি এমন ফুটবলারদের মধ্যে মেসির সঙ্গে দুইয়ে আছেন ছেত্রী। তবে সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে পাঁচে আছেন তাঁরা। 

ফাইনালে গোল করে ম্যাচ-সেরা ও সাফের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ছেত্রী। মেসিকে ছুঁয়ে ফেলার কীর্তির চেয়ে সাফের অষ্টম শিরোপা জয় নিয়েই বেশি খুশি ভারত অধিনায়ক, ‘এবার সাফ জয়ের তাৎপর্যই অন্যরকম। আমাদের শুরুটা ভালো ছিল না। প্রথম দুটি ম্যাচ আমরা ভালো খেলতে পারিনি।’ 

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন