হোম > খেলা > ফুটবল

বিপক্ষ দল খেলা শেষের আগে মাঠ ছাড়ায় জয়ী রোমানিয়া

ক্রীড়া ডেস্ক   

ছবি: এএফপি

সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে জরিমানা ও তিরস্কার শুনতে হয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশনকে (এফআরএফ)। রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে গত শুক্রবার নেশনস লিগের ম্যাচ শেষ না করেই ছেড়েছিল কসোভো। ম্যাচের ফল তাৎক্ষণিক ঘোষণা না করলেও অবশেষে বিচার-বিবেচনার পর রোমানিয়াকে বিজয়ী ঘোষণা করল উয়েফা।

সেদিন যোগ করা সময়ের খেলা চলছিল। গোলশূন্য ড্রয়ের পথেই ছিল ম্যাচ। কিন্তু তীব্র বৈষম্যমূলক আচরণে ধৈর্য ধরে রাখতে পারেননি কসোভোর ফুটবলাররা। ম্যাচ শেষ না করেই ছাড়লেন মাঠ। বুখারেস্টে গত শুক্রবার নেশনস লিগের ‘সি’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে সাক্ষাৎ হয়েছিল দল দুটি। খেলা শেষের আগে মাঠ ছাড়ায় রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, রোমানিয়ান সমর্থকেরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থী স্লোগান দেয় বলে অভিযোগ করেছে কসোভো। প্রতিপক্ষের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়া। উয়েফা অবশ্য কঠোর সিদ্ধান্ত নিয়েছে, বৈষম্যমূলক আচরণ ও দলের অশোভন আচরণসহ একাধিক অভিযোগে রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করেছে।

রোমানিয়ার নিজেদের মাঠের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দিয়েছে ইউরো ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। শাস্তি পেয়েছে কসোভোও। ম্যাচ শেষ না করে মাঠ ছাড়ার তাদের পরাজয় হওয়ার পাশাপাশি উয়েফা দেশটির ফুটবল ফেডারেশনকে ৬ হাজার ইউরো জরিমানা করেছে।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন