ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়নস লিগে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি পিএসজি। সেই দুঃখ ঘোচাতে এবার শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে নেমেছিল লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এবারও শুরুটা ভালো হলো না।
পার্ক দ্য প্রিন্সেসে বায়ার্নের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। নিজেদের স্বপ্ন জিইয়ে রাখতে হলে পরের লেগে প্রতিপক্ষের চেয়ে বেশি ব্যবধানে জিততেই হবে তাদের। তবে প্রতিপক্ষকে তাদের মাঠে হারাতে পারবেন বলে জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তাই নিজেদের মাঠে হারার পর সতীর্থদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এখনো সম্ভাবনা শেষ হয়নি বলে জানিয়েছেন এমবাপ্পে। আগামী ৮ মার্চ ফিরতি লেগে বায়ার্নকে হারানোর আশা রাখছেন তিনি। ফরাসি তারকা বলেছেন, ‘খেলার চূড়ান্ত অংশের কথা মনে রাখতে হবে। আমরা পিছিয়ে আছি ঠিকই, কিন্তু সমস্যা উত্তরণে সক্ষমও আছি। এর জন্য আমাদের সব খেলোয়াড়কে সুস্থ থাকতে ভালো খাবার খেতে এবং ভালো ঘুম দিতে হবে। এরপর সেখানে গিয়ে জিততে হবে।’
ম্যাচের ৫৩ মিনিটে গোল হজম করে পিএসজি। গোলটি করেন ক্লাবেরই সাবেক খেলোয়াড় কিংসলে কোমান। পিছিয়ে থাকার পর তা শোধ দেওয়ার জন্য ৫৭ মিনিটে এমবাপ্পেকে বদলি নামান পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। ফরাসি স্ট্রাইকার ৮২ মিনিটে একটি গোল করলেও তা অফসাইডে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত নিজেদের মাঠে ১-০ গোলেই হারতে হয় তাদের।
নিজের খেলার বিষয়ে এমবাপ্পে বলেছেন, ‘আমার খেলার কথা ছিল না। সতীর্থদের সহায়তা ও ম্যাচে শক্তি আনতেই মাঠে নেমেছিলাম। আমরা সবকিছু দিয়ে চেষ্টা করেছি। আজ (গতকাল) খুব বেশি কিছু করতে পারিনি।’
রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে টটেনহামের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছে এসি মিলান। এই টুর্নামেন্টে আগের দুই সাক্ষাৎ সমান ড্র ও পরাজয় ছিল সিরি আর বর্তমান চ্যাম্পিয়নদের। গতকাল প্রতিপক্ষকে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়ে প্রথমের স্বাদ পেয়েছে তারা। ৭ মিনিটে জয়সূচক গোলটি করেছেন ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ। ফিরতি লেগ হবে টটেনহামের মাঠে আগামী ৮ মার্চ।