ক্রীড়া ডেস্ক
নারী সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের আগে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছিলেন ফরোয়ার্ড সানজিদা আক্তার। পোস্টে তিনি আক্ষেপের সুরে ইঙ্গিত দিয়েছিলেন ‘ছাদখোলা বাসে’ শিরোপা উৎসব করার। তাঁর প্রতিক্রিয়ায় দ্রুতই সাড়া দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশনায় বিআরটিসির মতিঝিল ডিপোর একটি দোতলা বাস আজ সকাল থেকে সাজানোর কাজ শুরু হয়েছে। ওপরের অংশ কেটে ছাদখোলা বাসে রূপ দেওয়া হচ্ছে। আজকের মধ্যেই বাসটি পুরোপুরি প্রস্তুত হওয়ার কথা। এরই মধ্যে বিআরটিসি বাসের সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গতকাল স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল।