হোম > খেলা > ফুটবল

যে বাসে চড়ে ‘চ্যাম্পিয়নস প্যারেড’ করবেন সাবিনা-সানজিদারা

ক্রীড়া ডেস্ক

নারী সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের আগে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছিলেন ফরোয়ার্ড সানজিদা আক্তার। পোস্টে তিনি আক্ষেপের সুরে ইঙ্গিত দিয়েছিলেন ‘ছাদখোলা বাসে’ শিরোপা উৎসব করার। তাঁর প্রতিক্রিয়ায় দ্রুতই সাড়া দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশনায় বিআরটিসির মতিঝিল ডিপোর একটি দোতলা বাস আজ সকাল থেকে সাজানোর কাজ শুরু হয়েছে। ওপরের অংশ কেটে ছাদখোলা বাসে রূপ দেওয়া হচ্ছে। আজকের মধ্যেই বাসটি পুরোপুরি প্রস্তুত হওয়ার কথা। এরই মধ্যে বিআরটিসি বাসের সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রতিমন্ত্রী রাসেল আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা ছাদখোলা বাস গতকাল জোগাড় করেছি। আজ এটার কাজ চলছে। সানজিদা যেহেতু আক্ষেপের কথা বলেছে, সেই আক্ষেপ পূরণের জন্যই আমরা ছাদখোলা বাসের ব্যবস্থা করেছি। ঢাকায় ছিল না, তবে আমরা দোতলা বাসের ব্যবস্থা করেছি এবং এটা সাজাচ্ছি। তাদের বিমানবন্দরে সংবর্ধনা দেওয়ার পর ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে আসা হবে।’

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গতকাল স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন