হোম > খেলা > ফুটবল

চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড জায়ার-এমেরির

ক্রীড়া ডেস্ক

লিগ ওয়ানে ওয়ারেন জায়ার-এমেরি পিএসজির হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক ও গোল করার রেকর্ড গড়েছেন আগেই। এবার চ্যাম্পিয়নস লিগে নতুন এক রেকর্ড গড়লেন কৈশোর না পেরোনো এই ফুটবলার। 

চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে সবচেয়ে কম বয়সে ম্যাচ খেলার রেকর্ড গড়লেন জায়ার-এমেরি। ১৬ বছর ৩৪৩ দিন বয়সে এই রেকর্ড গড়েছেন তিনি। পিএসজির হয়েও যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় তা আর না বললেও চলে। 

ফ্রান্সের এক ফুটবল পরিবারে ২০০৬ সালে জন্ম জায়ার-এমেরির। ফ্রান্সের পুরোনো ক্লাব রেড স্টারের হয়ে খেলেছেন তাঁর বাবা। ৮ বছর বয়সে পিএসজির একাডেমিতে যোগ দেন তিনি। এরপর ধীরে ধীরে নিজের প্রতিভা দিয়ে ক্লাবের সিনিয়র দলে সুযোগ করে নেন। 

জায়ার-এমেরির প্রতিভার জন্য ‘ভিনগ্রহের’ খেলোয়াড়ের ট্যাগ পেয়েছেন সতীর্থ ভিতিনহার কাছ থেকে। তাঁর সম্পর্কে ফুটবলের অন্যতম এজেন্ট হোর্হে মেন্দেজ জানতে চাইলে পর্তুগিজ মিডফিল্ডার বলেছেন, ‘এই বাচ্চা ছেলেটা কে? সে ভিনগ্রহের।’ 

তবে রেকর্ড গড়ার রাতে অভিষেকটা ভালো হয়নি জায়ার-এমেরির। শেষ ষোলোর ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারতে হয়েছে তাঁর দলকে। ম্যাচে ৫৭ মিনিট পর্যন্ত খেলেছেন এই মিডফিল্ডার।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন