ক্রীড়া ডেস্ক
ঢাকা: বাঁচা-মরার ম্যাচ শুরুর আগেই পিছিয়ে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যেতে হলে জ্বলে উঠতে হবে দুই তারকা নেইমার–এমবাপ্পেকে। তবে চোটের কারণে কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। নেইমার অবশ্য বুক চিতিয়ে জানান দিচ্ছেন, দলকে ফাইনালে তুলতে নিজের সর্বস্বটুকু ঢেলে দেবেন মাঠে।
ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলতে হলে ইতিহাদে আজ রাতে অলৌকিক কিছুই করে দেখাতে হবে নেইমারদের। প্রথম লেগে নিজ মাঠে ২-১ গোলে হেরেছিল প্যারিসের ক্লাবটি। ম্যাচে নিজের ছায়া হয়েছিলেন নেইমার-এমবাপ্পেরা। আজ রাতে এমবাপ্পে নিজের প্রায়শ্চিত্ত করার সুযোগ নাও পেতে পারেন, তবে নেইমার খেলছেন নিশ্চিত।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতিজ্ঞা, প্যারিসবাসীর মুখে হাসি ফোটাবেন তিনি। নেইমার বলেন, ‘ম্যানসিটির বিপক্ষে প্রথম ম্যাচটা আমাদের জন্য খুব কঠিন ছিল। তবে মনপ্রাণ দিয়ে বিশ্বাস করি আমাদের এখনো জেতার সুযোগ আছে।’
বিনিময়ে শুধু নিজ সমর্থকদের ভালোবাসা চেয়েছেন বিশ্বের দামী ফুটবলার, ‘আমার এবং দলের ওপর প্যারিসবাসীর বিশ্বাস আনা জরুরী। সম্মুখসমরে সবার সামনে আমাকেই থাকতে হবে, যুদ্ধের ময়দানে আমিই প্রথম যোদ্ধা। ফাইনালে খেলতে হলে সর্বোচ্চটুকু ঢেলে দিতে হবে, প্রয়োজনে আমি মাঠেই মরতে রাজী।’