ক্রীড়া ডেস্ক
বড় মঞ্চে আর্জেন্টিনার ভেঙে পড়া নতুন কিছু না। গত কয়েক বিশ্বকাপে আর্জেন্টিনা হেরে গিয়েছিল নক-আউট রাউন্ডে। সেখানে আজ লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে ‘অঘটনের’ শিকার হয়েছে আর্জেন্টিনা। মাশরাফি বিন মর্তুজার মতে, চাপে আর্জেন্টিনা তেমন একটা ভালো খেলতে পারে না।
লুসাইল আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটের সময় পেনাল্টিতে গোল করেছিলেন লিওনেল মেসি। প্রথমার্ধে আর্জেন্টিনার গোল হতে পারত আরও তিনটি।তবে ভিএআর প্রযুক্তিতে মেসির একটি ও লাউতারো মার্তিনেজের দুটি গোল বাতিল হয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে ৪৮ ও ৫৩ মিনিটে দুটি গোল করে সৌদি আরব। শেষ পর্যন্ত ২-১ গোলেই হেরে যায় আর্জেন্টিনা।
মাশরাফি মনে করেন, আর্জেন্টিনার পরিবর্তে অন্য দল হলে ঘুরে দাঁড়াতে পারত। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আর্জেন্টিনা কখনো অন্যদের মতো ঘুরে দাঁড়াতে পারে না, তা আরও একবার প্রমাণিত। ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারেনা। যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিতত বা ড্র করত। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না।’
মাশরাফি আরও বলেন, ‘আর্জেন্টিনা সমর্থন করা সবসময় ঝুঁকিপূর্ণ, কিছুই করার নাই। এই দলটাকেই সমর্থন দিয়ে যেতে হবে। আবার হয়তো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে,এটা নতুন কিছু না। তবে ওদের ডিফেন্স আবারও একবার প্রকাশিত হলো। খেলায় অঘটন ঘটে এটা সত্য। তবে সৌদির সাথে ড্র এর থেকে খারাপ আশা করা যায়না।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন: