অনলাইন ডেস্ক
মানুষের মনে আঘাত দিতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট ও মন্তব্য। তাই বিরূপ মন্তব্য না পাওয়ার জন্য ফেসবুকের কমেন্ট ফিচারটি বন্ধ করে রাখতে চান অনেকেই। ফেসবুক গ্রুপ পোস্টে কমেন্ট করার ফিচার সরাসরি বন্ধ করা গেলেও নিজের প্রোফাইলের সাধারণ পোস্টে কমেন্ট করা যায় না। তবে কিছু উপায়ে এসব পোস্টের কমেন্ট বন্ধ করে রাখা যায়।
ফেসবুকে কোনো নির্দিষ্ট পোস্টের কমেন্ট বা মন্তব্য বন্ধ করার জন্য প্রথমেই নিজের প্রোফাইল আনলক বা পাবলিক করে নিতে হবে।
ফেসবুক পোস্টের কমেন্ট বন্ধ করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনের ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করে ও এরপর নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। আর আইফোনের ওপরের বাম দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
২. যে পোস্টের কমেন্ট বন্ধ করতে চান তা নিচের দিকে স্ক্রল করে খুঁজে বের করুন।
৩. পোস্টের তিনটি ডট আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘Who can comment on your post?’ –অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর ‘Profiles and Pages you mention’ অপশনটি নির্বাচন করুন।
৬. এরপর ‘ডান’ বাটনে ট্যাপ করুন।
এর ফলে পোস্টে কোনো প্রোফাইল বা পেজকে ট্যাগ করলেই শুধু সেসব অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা যাবে।
গ্রুপ পোস্টের কমেন্ট বন্ধ করবেন যেভাবে
ফেসবুকে গ্রুপেও অনেকেই পোস্ট করেন। সেসব পোস্টের কমেন্ট বন্ধ করার সুযোগ রয়েছে। এ জন্য আগের মতোই ফেসবুকের গ্রুপের কাঙ্ক্ষিত পোস্টটি খুঁজে বের করুন। এরপর পোস্টের তিনটি ডট আইকোনে ট্যাপ করুন। মেনু থেকে কমেন্ট বন্ধ করে দিন। এর ফলে একটি নির্দিষ্ট পোস্টে কমেন্ট বন্ধ করা যাবে।
ফেসবুক পোস্টের কমেন্ট ডিলিট বা লুকাবেন যেভাবে
অনেক ফেসবুক বন্ধ রয়েছে যারা পোস্টের নিচে বিরক্তিকর কমেন্ট করে। চাইলে তাদের কমেন্টগুলো ডিলিট বা লুকিয়ে রাখতে পারেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফোনের ফেসবুকে অ্যাপে প্রবেশ করে। নিজের পোস্টটি খুঁজে বের করুন। পোস্টটির কমেন্ট সেকশনে যান।
২. যে কমেন্ট ডিলিট করতে চান তার ওপর চাপ দিয়ে ধরে রাখুন।
৩. এর ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে হাইড বা ডিলিট বাটনে ট্যাপ করুন।
আর ব্রাউজার থেকে কারও কমেন্ট ডিলিট বা লুকানোর জন্য কমেন্টটির পাশে থাকা তিন ডট আইকোনে ক্লিক করুন। এরপর ‘ডিলিট’ বা ‘হাইড’ অপশনে ক্লিক করুন।