আমাদের দেশে পণ্য বিপণনের জনপ্রিয় অনলাইন মাধ্যম ফেসবুক। এই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন অনেক মানুষ লাইভ করে তাদের পণ্য বিক্রি কিংবা নিজেদের বক্তব্য দ্রুত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে।
ফেসবুক এখন অনেক বেশি প্রাধান্য দেয় লাইভ স্ট্রিমিংকে। লাইভের নোটিফিকেশন মুহূর্তে পৌঁছে যায় বন্ধুর তালিকায় থাকা লোকজন এবং পেজ বা গ্রুপের ক্ষেত্রে সদস্যদের কাছে। এ কারণে ফেসবুক লাইভ হয়ে উঠেছে অনলাইন ব্যবসা সম্প্রসারণের অন্যতম শক্তিশালী মাধ্যম।
যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে
- ফেসবুক লাইভে আসার আগে এর উদ্দেশ্য ও বিষয়বস্তু ঠিক করে রাখুন।
- লাইভে যাওয়ার আগে উৎকৃষ্ট লোকেশন ও ব্যাকগ্রাউন্ড বাছাই করুন। এ ছাড়া ইন্টারনেট স্পিড নিশ্চিত করা, পরিমিত আলোর ব্যবস্থা রাখা, সাউন্ড যথাযথ ক্যাপচার হচ্ছে কি না বা নয়েজ আসছে কি না ইত্যাদি বিবেচনা করা বাঞ্ছনীয়।
- লাইভের ধরনের ওপর নির্ভর করে ডিভাইস নির্বাচন করুন। স্মার্টফোন থেকে লাইভে গেলে মূল স্ট্রিমিং ডিভাইসের সঙ্গে অনেক ধরনের সহযোগী ডিভাইস ব্যবহার করতে পারেন। যেমন আলোর উৎস হিসেবে রিং লাইট, ল্যাপেল, বুমসহ বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল কিংবা ওয়্যারলেস এক্সটারনাল মাইক্রোফোন, বিভিন্ন ধরনের মোবাইল স্ট্যান্ড বা ট্রাইপড, গিমবল, পাওয়ার ব্যাংক ইত্যাদি। বড় মাপের অনুষ্ঠানের ক্ষেত্রে একাধিক ক্যামেরা ও ড্রোনের ব্যবহারও দেখা যায়।
- লাইভে আসার আগে স্মার্টফোন ‘ডু নট ডিস্টার্ব’ মুডে রাখতে হবে।
- লাইভে আসার আগে ন্যূনতম একবার ফেসবুকের সেটিংস ‘অনলি-মি’ দিয়ে ট্রায়াল হিসেবে সাউন্ড, ভিডিও ইত্যাদি দেখে নেওয়া গুরুত্বপূর্ণ। একেবারে প্রথম লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত জরুরি। এতে টেকনিক্যাল ত্রুটি সম্পর্কে জানা এবং অনাকাঙ্ক্ষিত ত্রুটি এড়ানো যায়।
- লাইভের উদ্দেশ্য যা-ই হোক, তা সুনির্দিষ্ট করে তালিকা তৈরি করুন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিন। কোন বিষয়টি দেখাবেন বা আলোচনা করবেন, তা ঠিক করে রাখলে সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী আলোচনা করা, প্রশ্নের উত্তর দেওয়া বা পণ্য বেচাকেনা—সবকিছুই শেষ করা সম্ভব। উদ্দেশ্য ঠিক থাকলে লাইভে খেই হারানোর আশঙ্কা কম থাকে।
ভিউ, রিচ, এনগেজমেন্ট বাড়াতে
- লাইভ স্ট্রিমিংয়ে যথাযথ থাম্বনেইল, টাইটেল ও পরিমিত ক্যাপশন দেওয়া জরুরি। এটি দর্শক আকৃষ্ট করতে ভূমিকা পালন করে। লাইভের দর্শক কারা হবে, কেমন হবে এবং কতসংখ্যক হবে, তা অনেকাংশে নির্ভর করে এসবের ওপর।
- লাইভের জন্য টার্গেট গ্রুপ বা টিজি ঠিক করে নিন এবং তাদের যুক্ত করার জন্য পূর্বপ্রস্তুতি নিয়ে রাখুন।
- টার্গেট গ্রুপ অনুসারে লিংক শেয়ার করুন। যেমন নারীদের কাছে পৌঁছাতে চাইলে তাদের বিভিন্ন গ্রুপ বা পেজে লাইভের লিংক শেয়ার করে দিন, যাতে তারা সহজে আপনার লাইভের সঙ্গে যুক্ত হতে পারে।
- লাইভটি বেশি বেশি শেয়ারের জন্য কিছু আকর্ষণীয় অফারের ব্যবস্থা রাখতে পারেন।
- নিজস্ব ফেসবুক আইডি, পেজ, বিজনেস আইডি বা পেজ, বিভিন্ন গ্রুপে লাইভের আগে স্ট্যাটাস বা স্টোরি পোস্ট দিয়ে লাইভ বিষয়ে ঘোষণা দিয়ে রাখুন।
- লাইভে সবার শেয়ার বা সব ধরনের এক্সেস অপশন খোলা রাখুন।
বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার কথা বিবেচনায় রাখুন।