নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষক-গবেষক, শিল্পপতিসহ সবাইকে প্রস্তুতি নিতে হবে। ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিতে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার কোনো বিকল্প নেই বলে মত দিয়েছেন বিশিষ্টজনেরা।
গতকাল শনিবার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ আয়োজিত ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি ৪.০’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষিত ও তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে।’
আরও বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ও উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক ।