হোম > সারা দেশ > বরিশাল

কারাগারে ছাত্রলীগ নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠি আদালতে ছাত্রলীগ নেতা। ছবি: আজকের পত্রিকা

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠি কারাগারের কারারক্ষীদের বিরুদ্ধে। গতকাল বুধবার ঝালকাঠির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কারাবন্দী ছাত্রলীগ নেতা মো. জুবায়ের হোসেনকে হাজির করা হয়। হাতে ব্যান্ডেজ লাগানো অবস্থায় হাজির করলে বিষয়টি বিচারকের দৃষ্টিগোচর করেন তাঁর আইনজীবী।

এ ঘটনায় বিচারক মো. মনিরুজ্জামান আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে জেল কোডবিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।

ভুক্তভোগীর আইনজীবী বনি আমিন বাকলাই এ তথ্যের সত্যতা নিশ্চিত করছেন।

জুবায়ের শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মৃত মাওলানা আবদুল কাদেরের ছেলে। তিনি ঝালকাঠি শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলা বিএনপির অফিস পোড়ানোর মামলায় গত ১০ ডিসেম্বর রাতে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকেই তিনি ঝালকাঠি কারাগারে আছেন।

জানতে চাইলে জেল সুপার আবদুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো কারারক্ষী জুবায়েরকে মারধর করেনি। জুবায়ের ওয়ার্ডে খাবার (মোয়া) নিয়ে কয়েদিদের সঙ্গে তর্কের একপর্যায়ে মারমারিতে জড়িয়ে আহত হন। সেই সংঘর্ষ থামাতে গিয়ে আমাদের এক কারারক্ষী আহত হয়েছেন।’

আফতাবনগরে ধুলা আর শব্দদূষণ

স্বপ্ন অনিশ্চিত মাজেদুলের

৩ বছরেও পৌঁছায়নি ইতালি, খবর এল নির্যাতনে মৃত্যুর

বিএসএফকে সাইজ করার জন্য আমিই এনাফ, আপনাদের দরকার নেই: বিজিবি অধিনায়ক

দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

৯ হাজার বিনা মূল্যে বই জব্দ: তিন সদস্যের তদন্ত কমিটি

গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু কাল

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইনের দাবি ব্যবসায়ীদের

চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধ, বিদ্যালয়ে তালা

সেকশন