নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মশিউর রহমান (৩৩) ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. আল্লামা ইকবালকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা-পুলিশ।
আজ বৃহস্পতিবার ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাঁদের মধ্যে আল্লামা ইকবালকে গত মঙ্গলবার রাতে পল্টন থেকে এবং মশিউর রহমানকে গতকাল বুধবার বিকেলে নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া মশিউর রহমান খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শাহবাগ থানার মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে নিউমার্কেট থানা ও চকবাজার থানায় গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
অপর দিকে, আল্লামা ইকবাল গত জুলাই-আগস্টে নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ২৫ নভেম্বরে হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি।