সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে অনুমোদনহীন ২৪ বস্তা কীটনাশক ও ১২ বস্তা ভেজাল সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার বিক্রেতা গোকুল চন্দ্র দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার ও কীটনাশক খালে ফেলে নষ্ট করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের স্বপন মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন অর রশিদ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামাল হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে উপজেলার স্বপন মার্কেট এলাকার মেসার্স গোকুল চন্দ্র দাস এন্টারপ্রাইজ নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন ২৪ বস্তা কার্বোফুরান (কীটনাশক) ও ১২ বস্তা ভেজাল টিএসপি জব্দ করা হয়। জব্দ করা সার ও কীটনাশক খালে ঢেলে নষ্ট করা হয়। এসব সার ও কীটনাশকের দাম ৫ লাখ টাকা হতে পারে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী নিবন্ধনহীন সার ও কীটনাশক মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ী গোকুল চন্দ্র দাসকে ১০ হাজার জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।