হোম > সারা দেশ > খুলনা

ইবি ক্যাম্পাসের প্রধান ফটকে বাস আটকে ভাঙচুর

ইবি প্রতিনিধি 

ভাঙচুর করা বাস। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের জেরে একটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার মধ্যরাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কদের সঙ্গে ভাঙচুরকারী শিক্ষার্থীদের হাতাহাতি হয়। পরে রাত দেড়টার দিকে বাসটি ছেড়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কয়েকজন শিক্ষার্থী হাফ ভাড়ার পাস ছাড়া এসবি পরিবহনের বাসে উঠলে সুপারভাইজার তাঁদের নেমে যেতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা তাঁদের সহপাঠীদের ফোন দিলে প্রধান ফটকের সামনে একটি কোম্পানির দুটি বাস আটকের পর একটি ছেড়ে দেওয়া হয়। বাস আটকের সময় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আহত হন। পরে মোস্তাফিজুরের বন্ধুরা আটক বাসে ইট ছুড়ে গ্লাস ভেঙে ফেলেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়কেরা বাধা দিলে ভাঙচুরকারী শিক্ষার্থীরা তাঁদের ওপর চড়াও হন।

ভাঙচুর করা বাস। ছবি: আজকের পত্রিকা

সহসমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ‘একদল শিক্ষার্থী হঠাৎ বাসের ওপর ইট ছুড়তে থাকে। আমরা বাধা দিলে আমাদের ওপর হামলার চেষ্টা করা হয়। পরে সিকিউরিটি সেলের কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।’

এ বিষয়ে ইবির প্রক্টর শাহিনুজ্জামান বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাস ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

আফতাবনগরে ধুলা আর শব্দদূষণ

স্বপ্ন অনিশ্চিত মাজেদুলের

৩ বছরেও পৌঁছায়নি ইতালি, খবর এল নির্যাতনে মৃত্যুর

বিএসএফকে সাইজ করার জন্য আমিই এনাফ, আপনাদের দরকার নেই: বিজিবি অধিনায়ক

দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

৯ হাজার বিনা মূল্যে বই জব্দ: তিন সদস্যের তদন্ত কমিটি

গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু কাল

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইনের দাবি ব্যবসায়ীদের

চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

কারাগারে ছাত্রলীগ নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ

সেকশন