নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নূপুর মার্কেটে জুতার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। নগরের স্টেশন রোডের রিয়াজ উদ্দিন বাজারসংলগ্ন নূপুর সুপার মার্কেটের সপ্তম তলার জুতার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে চট্টগ্রাম নন্দন কানন আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, চট্টগ্রাম নূপুর মার্কেটে জুতার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন নেভাতে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।