হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রলারে ১০ হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে: কক্সবাজারে আইজিপি

কক্সবাজার প্রতিনিধি

অপরাধী যে-ই হোক, ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কেউ আইনশৃঙ্খলার স্বাভাবিক গতি ভঙ্গ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে না। ট্রলারে ১০ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

আজ বুধবার বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি এসব কথা বলেন। পুলিশপ্রধান গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে কক্সবাজার আসেন।  

সম্প্রতি কক্সবাজারে সাগরে একটি ট্রলারে ১০ জনের লাশ উদ্ধার, টেকনাফের পাহাড়ে অপহরণ ও রোহিঙ্গা আশ্রয়শিবিরে খুনোখুনির ঘটনায় এ জেলায় অস্থির পরিস্থিতি বিরাজ করছে।

ট্রলারে ১০ লাশ উদ্ধার প্রসঙ্গে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যেকোনোভাবেই হোক না কেন, ১০টি প্রাণহানি ঘটেছে। এই ঘটনা শোনার পরপরই আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠিয়েছি। এখানে সিআইডি ও পিবিআইয়ের টিম পাঠানো হয়েছে। তাদের সঙ্গে র‌্যাবও কাজ করছে। সবাই মিলে ঘটনার মূল কারণ উদ্‌ঘাটনে চেষ্টা করছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এর মধ্যে কেউ কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।’

জলদস্যুদের অপরাধ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘আত্মসমর্পণ করা জলদস্যুদের বিষয়ে পুলিশ প্রতিনিয়ত খবর রাখছে। তাঁরা স্বাভাবিক জীবনে ফিরে আবারও কোনো অপরাধে লিপ্ত হচ্ছে কি না তা খবর রাখছি। তাঁদের কেউ পুনরায় অপরাধে জড়িত হলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

অপহরণ প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, ‘অপহরণ কিংবা যেকোনো ধরনের অপরাধ সংঘটিত হলে আমাদের জাতীয় পরিষেবা ৯৯৯–এ যোগাযোগ করলেই সহযোগিতা পাচ্ছেন। সবাইকে এই সেবা নেওয়ার অনুরোধ করব। এই পরিষেবায় আমাদের টিম দক্ষতার পরিচয় দিচ্ছে। যে কেউ ফোন করে এই সেবা নিতে পারেন।’ 

রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন সজাগ রয়েছে বলে জানান আইজিপি। রোহিঙ্গা শিবিরে সক্রিয় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান স্যালভেশন আর্মির (আরসা) বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি যেমন অব্যাহত রয়েছে, তেমনি তাদের বিরুদ্ধেও থাকবে।

এর আগে আজ সকালে আইজিপি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। তিনি ক্যাম্পে ও পুলিশ সুপার কার্যালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেঘনা নদীতে মাটি বহনকারী দুই বাল্কহেডসহ আটক ৯

স্বর্ণ ও ইয়াবার বিনিময়ে অনুপ্রবেশ রোহিঙ্গাদের

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

সেকশন