হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানচলাচল বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। 

আজ শনিবার বেলা ১১টা থেকে সড়কে অবস্থান নেন বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে নানা স্লোগান দেন তাঁরা। এর আগে শহরের উত্তর ত্রিমোহন এলাকা থেকে শিক্ষার্থীরা সবার হাতে লাঠি ‍নিয়ে মিছিল বের করলে তাঁদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন।

পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও মিছিলে কোনো বাধা দেয়নি। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় লক্ষ্মীপুর সরকারি কলেজ ও মহিলা সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তৈরি হয় দীর্ঘ যানজট। 

শিক্ষার্থীরা জানান, ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। আগামী দিনের অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ‘শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মেঘনা নদীতে মাটি বহনকারী দুই বাল্কহেডসহ আটক ৯

স্বর্ণ ও ইয়াবার বিনিময়ে অনুপ্রবেশ রোহিঙ্গাদের

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

সেকশন