হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের ওপর হামলা হলে ‘দাঁতভাঙা’ জবাব দেবে যুবলীগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশকে জনগণের ‘বন্ধু’ উল্লেখ করে এই বাহিনীর সদস্যদের ওপর হামলা হলে নেতা কর্মীদের নিয়ে ‘দাঁতভাঙা’ জবাব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে যুবলীগের একটি সমাবেশে। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের দোস্তবিন্ডিংয়ে দলীয় কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মিজানের উদ্যোগে এই সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। সমাবেশ শেষে কয়েকশ নেতা কর্মী নগরীর বিভিন্ন সড়কে মিছিল করেন।

সমাবেশে মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই মুহূর্তে বিএনপি-জামায়াত মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র। যদি বিএনপি-জামায়াত এ দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেব।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক নেতা আতিকুর রহমান, শহিদুল আলম, মোশাররফ হোসেন, জাহাঙ্গীরুল ইসলাম, আশরাফ উল্লাহ, শাহনুর চৌধুরী, সন্দ্বীপ থানা যুবলীগ সভাপতি সিদ্দিকুর রহমান, সন্দ্বীপ থানা যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, জিনাত আলি বাদশা, মাহাবুবুল আলম, উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। 

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

সেকশন