নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে রুপালি আক্তার (১৮) নামে এক পোশাকশ্রমিক আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে হালিশহর থানাধীন ছোটপুল এলাকার আরছের কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত রুপালি ছোটপুল এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ফুপাতো ভাই মো. রাজু বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের অজান্তে রুপালি আক্তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে রুমের বাইরে থেকে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, কেউ বলতে পারছে না।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ওই তরুণীকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।