নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
টেক্সটাইল ড্রাই স্টাফ ঘোষণায় চীন থেকে আনা একটি কন্টেইনার খুলে ৮৪৯ কার্টন বিদেশি সিগারেট পেয়েছে কাস্টমস কর্মকর্তারা। গোপন তথ্যের ভিত্তিতে পণ্য চালানটি আটক করার পর আজ সোমবার কায়িক পরীক্ষার সময় তাতে এসব সিগারেট উদ্ধার করে জব্দ করা হয়।
ঢাকা ইপিজেডের আমদানিকারক প্রতিষ্ঠান জং সাইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড এসব সিগারেট আমদানি করে। আটক চালানটির আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমস হাইসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘পণ্য চালানটির রপ্তানিকারক, তৈরি দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়। এরপর চালানটি আটক করে আজ কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় চালানটিতে মন্ড (ন্যানো), মন্ড (সুপার স্লিম) ও ক্যাপেলো পিউর ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘চালানটির মাধ্যমে আমদানিকারক ৭ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছেন। আমদানিকারকের বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’