কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনের ওপর লরি উল্টে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কুমিল্লার লালমাই উপেজলার বিজয়পুরে আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের ওপর থেকে লরিটি সরিয়ে নিলে তিন ঘণ্টা পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, ‘সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিংয়ের ওপর দুটি অটোরিকশাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে লরিটি সরিয়ে নিতে না পারায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা রেলওয়ের ইনচার্জ মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে লরি ও অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।