হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীকে ছুরিকাঘাতের পর নিজের পেটে ছুরি চালান অভি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অভি ধর (২৭) নামের এক যুবক। এ ঘটনায় স্ত্রী জ্যোতিকা সূত্রধরের (২৩) মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার পৌর সদরের প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহত জ্যোতিকা প্রেমতলা এলাকার রামচন্দ্র সূত্রধরের মেয়ে। 

স্থানীয়রা জানান, উচ্চমাধ্যমিকের ছাত্রী জ্যোতিকা সূত্রধরের সঙ্গে মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বাঁশখালী এলাকার যুবক অভি ধরের। দুই বছর আগে তাঁরা দুজনে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। এই বিয়ে তাঁদের কারও পরিবার মেনে না নেওয়ায় তাঁরা চট্টগ্রামের একটি ভাড়া ঘরে বসবাস করছিলেন। অভি স্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই তাঁর পরিবারকে বুঝিয়ে জ্যোতিকাকে নিজ বাড়িতে তুলে নেবেন। কিন্তু বাস্তবে তাঁর পরিবার মেনে না নেওয়ায় জ্যোতিকে বাড়িতে নিতে পারেননি। এ নিয়ে জ্যোতির সঙ্গে অভির কলহ চরম আকার ধারণ করলে জ্যোতি অভিকে ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে আসেন। জ্যোতি চলে আসার পর থেকে অভি বারবার তাঁকে বুঝিয়ে আবারও ভাড়া বাসায় নিয়ে যেতে চেষ্টা করলেও জ্যোতি তাতে রাজি হননি। একপর্যায়ে বুধবার রাতে জ্যোতির বাপের বাড়িতে এসে তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে অভির উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রী জ্যোতি গুরুতর আহত হন। এরপর অভি নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। 

ঘটনার পর জ্যোতির পরিবার ও এলাকাবাসী দুজনকেই উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিকে মৃত ঘোষণা করেন এবং অভির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে স্থানান্তর করেন। 

জ্যোতির বাবা রামচন্দ্র সূত্রধর বলেন, `মেয়ের ওপর অভিমান করে তাঁরা দীর্ঘদিন যোগাযোগ রাখেননি। সম্প্রতি তাঁরা জ্যোতি ও অভির বিয়ে মেনে নিয়েছিলেন। কিন্তু অভির পরিবার মোটা অঙ্কের যৌতুক দাবি করায় তাঁরা মেয়েকে আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়িতে পাঠাতে পারেননি। এ নিয়ে অভির সঙ্গে অভিমান করে জ্যোতি কিছুদিন আগে আমাদের বাড়িতে চলে আসে। কিন্তু গতকাল রাতে অভি জ্যোতিকে ফিরিয়ে নিতে এলে সে যেতে অসম্মতি জানায়। এ সময় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভি জ্যোতিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে।' 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, জ্যোতির মরদেহের সুরতহাল তৈরি করা শেষে ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে জ্যোতির বাবা বাদী হয়ে অভিকে আসামি করে হত্যা মামলা করেছেন। ছুরিকাঘাতে আহত অভির অবস্থাও সংকটাপন্ন। তিনি পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শিশু নিখোঁজের গুজব: পোশাক ও নির্মাণশ্রমিকদের সংঘর্ষ

ভূমিহীনের তালিকায় জমির মালিকেরা, অসহায় চরের বাসিন্দারা

ফরিদগঞ্জের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মারা গেছেন

বাঁশখালীর সাবেক চার পৌর কাউন্সিলরসহ পাঁচজন কারাগারে

ওয়াসার কোটিপতি গাড়িচালক দম্পতির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র আমলে নিলেন আদালত

রাউজান বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ৭২ ঘণ্টার আলটিমেটাম

চাঁদা না দেওয়ায় মাতারবাড়ী সমুদ্রবন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠানে হামলা

প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে কাগজপত্রে আগুন দিল দুর্বৃত্তরা

সুবর্ণচরে কীটনাশক ও ভেজাল সার খালে ফেলে নষ্ট

চট্টগ্রাম রেঞ্জের সদস্যের সঙ্গে মতবিনিময় আনসার মহাপরিচালকের

সেকশন