কুমিল্লা প্রতিনিধি
মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে এক বন্ধু অপর বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আজ বুধবার সকালে কুমিল্লা নগরীর টিক্কারচর কবরস্থান সংলগ্ন এলাকায় প্রকাশ্যে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুল করিম হৃদয় (১৮)। তিনি সংরাইশ এলাকার গেদু পোদ্দার বাড়ির নুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সুজানগর পশ্চিম পাড়া এলাকার শাহাজাহান মিয়ার কলোনির ভাড়াটিয়া সিরাজ মিয়ার ছেলে রাজিব মিয়ার (১৮) সঙ্গে নিহত মো. আব্দুল করিম হৃদয়ের বন্ধুত্ব ছিল। সম্প্রতি মোবাইল নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে কয়েক দিন আগে হৃদয়ের কথা-কাটাকাটি হয়।
এর জের ধরে আজ সকালে হৃদয় কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে রাজিব তাঁর পিছু নেয়। পরে টিক্কারচর কবরস্থানের দিকে আসলে রাজিব তাঁর পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়ের মামা সোহেল মিয়া জানান, তাঁরা দুজনে বন্ধু ছিল। সম্প্রতি তাদের মধ্যে মোবাইল ও সিমকার্ড নিয়ে কিছুদিন আগে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে রাজিব পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ভাগনেকে হত্যা করে।
নিহত হৃদয়ের মা নূর জাহান বেগম বলেন, আমার ছেলে কাঠের আসবাবপত্রের বার্নিশের কাজ করে। সকালে খাওয়া দাওয়া করে নগরীর ঝাউতলা এলাকায় কাজের জন্য বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়। পথে রাজিব তাঁকে হত্যা করে। আমরা এর বিচার চাই। নিহত হৃদয়ের স্ত্রী ও আড়াই বছরের একটি সন্তান রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি। রাজিব নামের ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।